আদালতের নির্দেশ অনুসারে ডি জে বাজানোয় নিষেধাজ্ঞা জারি হয়েছিল বহুদিন আগেই। তবুও প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজদের অনুষ্ঠানে জোরে ডি জে বাজিয়ে চলছিল। জানা গিয়েছে, নিজেদের বাড়ির অন্নপ্রাশনের অনুষ্ঠান করছিলেন জোরে ডি জে বাজিয়ে যাচ্ছিলেন। তাতেই অস্বস্তিতে পড়ে প্রতিবেশীরা থানায় ফোন করে অভিযোগ জানায় তার ভিত্তিতে এদিন আশিঘর ফাঁড়ির পুলিশ পূর্ব হাতিয়াডাঙ্গা নিচা বস্তি এলাকায় অভিযান চালায় ।
advertisement
আরও পড়ুনঃ শিলিগুড়িতে শুরু হল ১০ দিনের উত্তরবঙ্গ বইমেলা
আর তাতেই চরম বজে পরিস্থিতির শিকার হতে হয় পুলিশ কর্তা দের। পুলিশ গিয়ে ডি জে বন্ধ করার পরামর্শ দিলে তাতে সেই বাড়ির লোকেরা রাজি না উল্টে পুলিশের উপর চড়াও হয়। উত্তেজিতরা পুলিশের গাড়ি এক পাশের কাজ ভেঙে দেয়। তারপর সেখান থেকে পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। আজ তাদের জলপাইগুড়ি জেলা আদালতে ওঠানো হয়েছে।
Anirban Roy