Siliguri News: শিলিগুড়িতে শুরু হল ১০ দিনের উত্তরবঙ্গ বইমেলা

Last Updated:

শিলিগুড়ি তে শুরু হতে চলেছে উত্তরবঙ্গ বইমেলা। গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্স এন্ড বুক সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ২রা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বইমেলা যা চলবে ১১ই ডিসেম্বর পর্যন্ত। ১০ দিনের এই বইমেলায় ৭০টি স্টলে বিভিন্ন লেখকের বই-এর পাশাপাশি থাকবে প্রতি সন্ধ্যায় আকর্ষণীয় অনুষ্ঠান।

+
title=

#শিলিগুড়ি : শিলিগুড়ি তে শুরু হতে চলেছে উত্তরবঙ্গ বইমেলা। গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্স এন্ড বুক সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ২রা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বইমেলা যা চলবে ১১ই ডিসেম্বর পর্যন্ত। ১০ দিনের এই বইমেলায় ৭০টি স্টলে বিভিন্ন লেখকের বই-এর পাশাপাশি থাকবে প্রতি সন্ধ্যায় আকর্ষণীয় অনুষ্ঠান। স্বাধীন চিন্তাভাবনার প্রকাশ করতে গিয়ে সাহিত্য, কবিতা চর্চার সঙ্গে জড়িত মুক্তমনকে প্রতিবন্ধকতার মুখে পড়ার বিষয়টি এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এবারের বইমেলায় ‘খোলা হাওয়া’ তে অবশ্য সে আলোচনা হবে সাহিত্য নিয়ে, কবিতা নিয়ে। ইচ্ছেমতন, কবিতা, আবৃত্তি পাঠ করতে পারবেন আট জেলার নবীন-প্রবীণ লেখক, কবিরা। গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এবারের ৪০তম বইমেলায় নবীন-প্রবীণ কবি, লেখকদের ভাবনা বিনিময়ের জন্য ‘খোলা হাওয়া' স্টল করছে উদ্যোক্তারা মেলা প্রাঙ্গনে এক সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ির মেয়র তথা মেলার প্রধান উপদেষ্টা গৌতম দেব জানান, বর্তমান সমাজ ইন্টারনেটে আবদ্ধ হওয়ায় অনেকেই বই পড়া থেকে বিরত হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ অবশেষে জানুয়ারি মাসেই চালু হবে সুইমিং পুল, খুশি শিলিগুড়িবাসী
সেই সমস্থ মানুষকে বই মুখী করে তোলার লক্ষ্যেই মুলত বিভিন্ন বাংলা,ইংরাজী পাঠকের বই এই মেলায় উপস্থাপনা করা হবে। বই মেলাকে স্বার্থক করে তুলতে ৩রা ডিসেম্বর শিলিগুড়ি বাঘাযতীন ময়দানের সামনে থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হবে। গত দু বছর করোনা পরিস্থিতির কারণে ৫০ টি স্টলের মধ্যে মেলা আবদ্ধ থাকলেও, এবারে আরও কুড়িটি স্টল বাড়ানো হয়েছে ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ২০০ বছরের প্রাচীন ডিআই ফান্ড মার্কেটে অবশেষে বসল সুলভ শৌচালয়
মেলা কমিটির সম্পাদক আশীষ গঙ্গোপাধ্যায় বলেছেন অক্সফোর্ড, মিত্র ও ঘোষ পাবলিকেশন, সেন্টুর কার্টুনের মতন নতুন কিছু পাবলিকেশন এবারে আসছে। মেলার উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্যব্যাক্তিত্ব এবং অভিনেতা দেবশংকর হালদার। উপস্থিত থাকবে সঙ্গিত শিল্পী শ্রমনা গুহ ঠাকুরতা।
advertisement
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: শিলিগুড়িতে শুরু হল ১০ দিনের উত্তরবঙ্গ বইমেলা
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement