Siliguri News: অবশেষে জানুয়ারি মাসেই চালু হবে সুইমিং পুল, খুশি শিলিগুড়িবাসী
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
খোলা আকাশের নীচে থাকা সুইমিং পুলে আশপাশের বহুতল থেকে উঁকিঝুঁকি চলত। এর জেরে সাঁতার শিখতে আসা মহিলাদের বেশ অস্বস্তিতে পড়তে হচ্ছিল। পরিস্থিতি বিচার করে পুরনিগম এবার শিলিগুড়ির বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুলের ওপর শেড তৈরি করে দেওয়ার পরিকল্পনা করল।
#শিলিগুড়ি : খোলা আকাশের নীচে থাকা সুইমিং পুলে আশপাশের বহুতল থেকে উঁকিঝুঁকি চলত। এর জেরে সাঁতার শিখতে আসা মহিলাদের বেশ অস্বস্তিতে পড়তে হচ্ছিল। পরিস্থিতি বিচার করে পুরনিগম এবার শিলিগুড়ির বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুলের ওপর শেড তৈরি করে দেওয়ার পরিকল্পনা করল। সুইমিং পুলটি চালানোর জন্য মেয়র গৌতম দেব পুরনিগমের তরফে চুক্তির কাগজপত্র ও চাবি একটি সংস্থার হাতে তুলে দেন। গত চার বছর ধরে সুইমিং পুলটি বন্ধ হয়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১ জানুয়ারি থেকে পুলটি চালু হবে। তবে পুলের পরিকাঠামোগত বেশ কিছু কাজ বাকি রয়েছে। শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ এ কাজগুলি করছিল।
মেয়র বলেন কাজ করছিল সেজন্য ১০ লক্ষ টাকা ইতিমধ্যে এইচডি এর হাতে তুলে দেওয়া হয়েছে বিলের আরো কিছুটা বাকি রয়েছে বিষয়টি খতিয়ে দেখে সেই টাকাও তাদের দেওয়া হবে আগামী বছরের প্রথম দিনই পুলটি চালুর লক্ষ্যমাত্রা রয়েছে। প্রসঙ্গত, শিলিগুড়িবাসীদের চাহিদা অনুসারে ২০০৯ সালে তৎকালীন পুর নগর উন্নয়ন মন্ত্রী তথা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য্যের একান্ত চেষ্টায় চালু হয়েছিল বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিংপুল। আবার তা চালু করবার জন্য এই সুইমিংপুল পরিচালনার দায়িত্বে থাকা স্বপন দাস ও জয়ন্ত ব্যাণার্জির হাতে সম্পূর্ণ দায়িত্ব তুলে দেন মেয়র।
advertisement
আরও পড়ুনঃ শিলিগুড়িতে শুরু হল ১০ দিনের উত্তরবঙ্গ বইমেলা
শিলিগুড়ি পুরনিগমের কমিশনার ও সেক্রেটারির উপস্থিতিতে মেয়র গৌতম দেব তাদের হাতে চাবি তুলে দেন। মেয়র গৌতম দেব জানান, শিলিগুড়িবাসীর ও ক্রীড়া প্রেমিদের চাহিদা মতে ১লা জানুয়ারি থেকে শুরু হতে চলছে বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুল। তিনি আরো বলেন এর জন্য যা যা কাজ অসম্পূর্ণ রয়েছে তা করে দেওয়া হবে। অন্যদিকে পুনরায় সুইমিংপুলের দায়িত্ব পেয়ে আনন্দিত হয়ে জয়ন্ত ব্যাণার্জি জানান, শিলিগুড়ি ও তাঁর আশেপাশের থেকে বহু মানুষ এই সুইমিং পুলে আসেন। করোনা কালের আগে থেকে বন্ধ রয়েছে সুইমিং পুলটি। সব কিছু মিটিয়ে সম্ভবত ১লা জানুয়ারি আবার সকলের উদ্দেশ্যে খোলা হবে সুইমিংপুল। এছাড়াও মহিলাদের দাবি অনুসারে সুইমিং পুলের উপরে সেডের ব্যবস্থাও করা হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ২০০ বছরের প্রাচীন ডিআই ফান্ড মার্কেটে অবশেষে বসল সুলভ শৌচালয়
সুইমিং পুলটিতে সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল ও কেমিক্যাল মিলিয়ে মোট চারটি ভাগে কাজ রয়েছে। যার মধ্যে এসজেডিএ'র তরফে সিভিল ও ইলেক্ট্রিক্যাল সম্পর্কিত কাজগুলি করা হয়েছে। সুইমিং পুলের ফ্লোরটি বেশ কিছু জায়গাতে ভেঙে গিয়েছিল। ভাঙা জায়গায় পা লাগার কারণে অনেকে চোট পেয়েছিলেন। ইতিমধ্যে ফ্লোরিংয়ের কাজ শেষ হয়েছে। আলোও লাগানো হয়েছে। এবিষয়ে জয়ন্ত বলেন, ‘মেকানিক্যাল ও কেমিক্যাল স্তরে বেশ কিছু কাজ রয়েছে। সেগুলি দ্রুতই শুরু করা হচ্ছে। ২০ জন প্রশিক্ষক থাকবেন। সুইমিং পুলে সুরক্ষার দিকটি বিশেষ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।'
advertisement
Anirban Roy
view commentsLocation :
First Published :
December 02, 2022 5:46 PM IST
