Siliguri News: ২০০ বছরের প্রাচীন ডিআই ফান্ড মার্কেটে অবশেষে বসল সুলভ শৌচালয়

Last Updated:

বাজার তৈরির পর প্রায় ২০০ বছর কেটে গেলেও এতদিন এখানে কোনও শৌচালয় ছিল না। অবশেষে সেই সমস্যা মিটল। শিলিগুড়ি পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ডিআই ফান্ড মার্কেটে বহু কাঙ্ক্ষিত শৌচালয় চালু হল।

+
title=

#শিলিগুড়ি : বাজার তৈরির পর প্রায় ২০০ বছর কেটে গেলেও এতদিন এখানে কোনও শৌচালয় ছিল না। অবশেষে সেই সমস্যা মিটল। শিলিগুড়ি পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ডিআই ফান্ড মার্কেটে বহু কাঙ্ক্ষিত শৌচালয় চালু হল। মার্কেটে সুলভ শৌচালয়, নিকাশি ব্যবস্থা সহ একাধিক বিষয় নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ ছিল। বহু পুরোনো এই বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের কথা মাথায় রেখে এখানে সুলভ শৌচালয়টি তৈরি করা হয়েছে। এটি তৈরি করতে সাড়ে চার লক্ষ টাকা খরচ হয়েছে। পুরুষ ও মহিলারা পাঁচ টাকার বিনিময়ে এই শৌচালয়টি ব্যবহার করতে পারবেন।
এদিন পুরনিগমের জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই শৌচালয়টি চালু করা হয়। জানা গিয়েছে, দুশো বছরের পুরোনো ডিআই ফান্ড মার্কেটে একাধিক সমস্যা রয়েছে। এই ঐতিহাসিক বাজার রক্ষনাবেক্ষনের দায়িত্ব গ্রহণ করেছে শিলিগুড়ি পুরনিগম। মার্কেটে উন্নয়নের প্রথম কাজ হিসেবে শৌচালয় তৈরি করা হয়েছে। আজ তার উদ্বোধন করলেন মেয়র। উপস্থিত ছিলেন মেয়র পারিষদ মানিক দে, সিক্তা দে বসু রায়, ৪ নম্বর বোরো চেয়ারম্যান জয়ন্ত সাহা ছাড়াও ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ওয়ার্ড কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী ও অন্যান্যরা।
advertisement
আরও পড়ুনঃ খুব শীঘ্রই শিলিগুড়ি জেলা হাসপাতালে চালু হবে নার্সিং ট্রেনিং সেন্টার
মেয়র গৌতম দেব বলেন, ‘এখানে একটি শৌচালয়ের জন্য দীর্ঘদিন ধরেই দাবি ছিল। এতদিনে তা পূরণ করা গেল। এই বাজারে আরও কিছু দাবি রয়েছে। সময়মতো সেই সমস্ত দাবি পূরণ করা হবে।' শহরের বেশ কিছু বাজারে পরিকাঠামোগত উন্নতির পাশাপাশি পুরসভার শৌচালয় তৈরির পরিকল্পনা আছে বলে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আগুন নেভাতে ফাস্ট এইড সার্ভিস, অগ্নি নির্বাপক বালির বস্তা বিতরণ কাউন্সিলরের
এদিনের কর্মসূচিতে মেয়র ও ডেপুটি মেয়রের পাশাপশি মেয়র পারিষদ সদস্য সিক্তা দে বসুরায়, মানিক দে, ওয়ার্ড কাউন্সিলার প্রশান্ত চক্রবর্তী সহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ব্যবসায়ী অনুপ সরকার বললেন, ‘পুরসভার এই উদ্যোগে আমাদের অনেকটাই সুবিধা হবে। আশা করছি, এরপর আমাদের অন্যান্য সমস্যারও সমাধান হবে।'
advertisement
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: ২০০ বছরের প্রাচীন ডিআই ফান্ড মার্কেটে অবশেষে বসল সুলভ শৌচালয়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement