Siliguri News: আগুন নেভাতে ফাস্ট এইড সার্ভিস, অগ্নি নির্বাপক বালির বস্তা বিতরণ কাউন্সিলরের

Last Updated:

চলতি মাসে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনির বহু পরিবার। স্থানীয়দের অভিযোগ ছিল, দমকল দেরি করে আসায় এবং কলোনির ভেতরে ঢুকতে না পারায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ।

+
title=

#শিলিগুড়ি : চলতি মাসে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনির বহু পরিবার। স্থানীয়দের অভিযোগ ছিল, দমকল দেরি করে আসায় এবং কলোনির ভেতরে ঢুকতে না পারায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে বস্তি এবং কলোনিতে রাস্তা সংকীর্ণ হওয়ার ফলে দমকলের গাড়ি পৌঁছানো সম্ভব হয়ে ওঠেনা। সেই কথা মাথায় রেখে রবিবার শিলিগুড়ি পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অভয়া বোসের উদ্যোগে ওয়ার্ডের বস্তি ও কলোনিতে অগ্নি নির্বাপক বালির বস্তা বিতরণ করা হল।
প্রসঙ্গত, কিছুদিন আগেই একটি বড় অগ্নিকাণ্ডর জেরে বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়। তার মূল কারণ ছিল দমকল দেরি করে আসা এবং সঠিক জায়গায় গাড়ি ঢুকতে না পারা। বস্তি বা কলোনির রাস্তাগুলো এতটাই সংকীর্ণ যে সেখানে কোন বড় গাড়ি ঢুকতে পারে না । যে কারণে সমস্ত জায়গায় দমকল ঢুকতে পারে না, তাই ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভয়া বসুর উদ্যোগে অগ্নি নির্বাপক বালির বস্তা বিতরণ করা হয়। কোথাও যদি অগ্নিকান্ডের ঘটনা ঘটে তবে দ্রুত সেই বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা যাবে বলে জানান কাউন্সিলর।
advertisement
আরও পড়ুনঃ চুরির অভিযোগে বেঁধে রেখে গণধোলাই যুবককে! পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা
এদিন প্রায় ২০০ বস্তা বিতরণ করা হয়। প্রতিটি কলোনিতে ৪০ টি করে অগ্নি নির্বাপক বালির বস্তায় রাখার পরিকল্পনা রয়েছে তার। কাউন্সিলর জানান কিছুদিন আগেই ল্যাম্পপোস্টে হঠাৎই আগুন লাগে সেখানেই কিছু ছেলে মেয়ে বালি দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করে এবং নেওয়াতে সক্ষম হয়। সেই দেখেই তার মাথায় প্রথম বুদ্ধিটি আসে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাচিক শিল্পীদের কবিতায় আগ্রহ বাড়াতে তথ্যচিত্র প্রদর্শনী
আগুন লাগার প্রথম ১৫ থেকে ২০ মিনিট খুবই গুরুত্বপূর্ণ সেই সময়ই যদি আগুন নেভানোর ব্যবস্থা করা যায় তাহলে অন্ততপক্ষে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে। তাই তিনি চিন্তা করেন যে প্রতিটি কলোনিতে যদি বালির বস্তা দিয়ে রাখা যায় তাহলে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজটা তারা নিজেরাই করতে পারবে। তাই প্রতিটি কলোনিতে অন্তত ৪০ টি করে বস্তা রাখা হয়।
advertisement
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: আগুন নেভাতে ফাস্ট এইড সার্ভিস, অগ্নি নির্বাপক বালির বস্তা বিতরণ কাউন্সিলরের
Next Article
advertisement
Iran: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ইরানের সঙ্গে ব্যবসা করলেই ঘাড়ে চাপবে ট্যারিফের বোঝা! ভারতের উপর কী প্রভাব পড়বে? জানুন
ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের সঙ্গে ব্যবসায় চাপবে ট্যারিফ! ভারতের উপর এর কী প্রভাব পড়বে
  • ইরানের সঙ্গে কেউ বাণিজ্য করলে তার উপরেও শুল্ক আরোপ করবে আমেরিকা

  • ২৫% ট্যারিফের বোঝা চাপাবে আমেরিকা

  • মঙ্গলবার ঘোষণা করলেন ট্রাম্প

VIEW MORE
advertisement
advertisement