Siliguri News: বাচিক শিল্পীদের কবিতায় আগ্রহ বাড়াতে তথ্যচিত্র প্রদর্শনী

Last Updated:

নবীন প্রজন্মকে বাচিক শিল্পের প্রতি আগ্রহ বাড়াতে তথ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করল বাচিক সংস্থা। কথা ও কবিতা শিলিগুড়ির একটি অগ্রণী আবৃত্তি সংস্থা বহুদিন ধরে বাচিক শিল্পীর প্রচার ও প্রসারে নিবিড়ভাবে নিয়োজিত রয়েছে।

+
title=

#শিলিগুড়ি : নবীন প্রজন্মকে বাচিক শিল্পের প্রতি আগ্রহ বাড়াতে তথ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করল বাচিক সংস্থা। কথা ও কবিতা শিলিগুড়ির একটি অগ্রণী আবৃত্তি সংস্থা বহুদিন ধরে বাচিক শিল্পীর প্রচার ও প্রসারে নিবিড়ভাবে নিয়োজিত রয়েছে। এই সংস্থার উদ্যোগে আগামী ৩ রা ডিসেম্বর শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বিকেল সাড়ে পাঁচটা থেকে দুটি তথ্য চিত্র প্রদর্শনী করা হবে। তথ্যচিত্র দুটি হলো "এমন তরণী বাওয়া" যা কিংবদন্তি আবৃত্তি শিল্পী দম্পতি পার্থ ঘোষ ও গৌরী ঘোষকে নিয়ে তৈরি করা হয়েছে।
বঙ্গোপ্রসন শ্রী পার্থ ঘোষ ও সব্যসাচী পুরস্কার প্রাপ্ত গৌরী ঘোষের জীবন ও আবৃতি শিল্পীর অবদান নিয়ে শ্রী পলাশ দাশের পরিচালনায় নির্মিত এই তথ্যচিত্রটি এন এ বি সি ২০২২ ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম অ্যান্ড ডকুমেন্টারি ফেস্টিভালে বেস্ট ডকুমেন্টারি হিসেবে পুরস্কৃত হয়েছে। অপরটি হলো "অতএব উৎপল" যা আবৃত্তি শিল্পী সব্যসাচী পুরস্কার প্রাপ্ত উৎপল কুন্ডু কে নিয়ে প্রায় তিন দশক ধরে গবেষকের গড়ে তুলেছেন আবৃত্তির এক নিজস্ব শিল্প দর্শন ও রূপমিতি।
advertisement
আরও পড়ুনঃ চলল লাগাতার অভিযান! ফের আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তি পাকড়াও
এই তথ্যচিত্রটি পরিচালনা করেছেন পলাশ দাশ পার্টের বিশিষ্ট বাচিক শিল্পী রত্না মিত্র। সংস্থার কর্ণধার পার্থপ্রতিম পান জানান, বাজিক শিল্পের প্রতি আগ্রহী করে তুলতে এবং বাংলা ও অন্যান্য আঞ্চলিক সংস্কৃতিকে যখন নানাভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে সেই সময়ে এই ধরনের উদ্যোগ এক সুদুর প্রচারের প্রভাব বহন করবে তাই আমরা এই চলচ্চিত্র দেখানোর চেষ্টা করছি দীনবন্ধু মঞ্চে তাতে নবীন প্রজন্ম উৎসাহিত হবে।
advertisement
advertisement
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: বাচিক শিল্পীদের কবিতায় আগ্রহ বাড়াতে তথ্যচিত্র প্রদর্শনী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement