Bengal cricket news: আধার কার্ড জাল করে বাংলার ক্রিকেটারদের বঞ্চিত করে ভিন রাজ্যের ব্যাটারকে খেলানোর অভিযোগ বঙ্গ ক্রিকেটে

Last Updated:

Bengal cricket news: আধার কার্ড সহ সরকারি নথি জাল করে সিএবি ও কলকাতা পুরসভা পরিচালিত মেয়র্স কাপে খেলার অভিযোগ উঠল মুম্বইয়ের এক তরুণ ক্রিকেটারের বিরুদ্ধে। আর তার সঙ্গেই নাম জড়ালো সেই স্কুলের দায়িত্বে থাকা কোচ আকবরের। 

অভিযুক্ত ক্রিকেটার
অভিযুক্ত ক্রিকেটার
কলকাতা: কথা ছিল, এই বছর থেকে একজনও তথ্য জাল করে সিএবিতে খেলতে পারবেন না। কথা ছিল, নথি জাল করে সিএবি টুর্নামেন্টে খেলার দীর্ঘদিনের এই অভিযোগ এবার সম্পূর্ণ বন্ধ করা হবে। অর্থাৎ টুর্নামেন্টের শুরুতেই সব রকম ভাবে তথ্য খতিয়ে দেখে তারপরেই মিলবে ছাড়পত্র। আসলে সব কিছুই কড়া হাতে দমন করার চেষ্টা করেছিল সিএবি। কিন্তু সব কিছুর পরে সবরকম চেষ্টা করে এবারও এবারও নথি জাল করে ভিন রাজ্যের খেলোয়াড় কলকাতায় খেলানোর অভিযোগ উঠল। এবারের ঘটনা, মেয়র্স কাপ। স্কুল ক্রিকেটের এই টুর্নামেন্টে ফের ভিন রাজ্যের খেলোয়াড় জালিয়াতি করে খেলানোর অভিযোগ জমা পড়লো সিএবিতে।
আধার কার্ড-সহ সরকারি নথি জাল করে সিএবি ও কলকাতা পুরসভা পরিচালিত মেয়র্স কাপে খেলার অভিযোগ উঠল মুম্বইয়ের এক তরুণ ক্রিকেটারের বিরুদ্ধে। আর তার সঙ্গেই নাম জড়াল সেই স্কুলের দায়িত্বে থাকা কোচ আকবরের। অতীতে যিনি আবার একই ধরনের ঘটনা ঘটিয়ে সাসপেন্ড হয়েছিলেন সিএবিতে। ফের আরেকবার আকবরের নাম জড়াল জাল নথি করে ক্রিকেটার খেলানোর খবরে। অভিযোগের কেন্দ্রে সেন্ট জনস পাবলিক স্কুল। স্কুলের অধিনায়কের বিরুদ্ধে সরকারি নথি জাল করার অভিযোগ উঠল। আয়ান শেখ নামের লিখিত অভিযোগ জমা দিল পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ।
advertisement
advertisement
মঙ্গলবার আগরপাড়ায় মেয়র্স কাপের কোয়ার্টার ফাইনালে সেন্ট জনসের মুখোমুখি হয়েছিস পূর্ব বারাসত আদর্শ বিদ্যাপিঠ। সেই ম্যাচে কোয়ার্টার ফাইনালে পূর্ব বারাসতের স্কুলকে ৫২ রানে হারিয়েছে সেন্ট জনস। ব্যাট হাতে ৬৮ রান করে দলের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে আয়ান শেখ। অভিযোগের কেন্দ্রে রয়েছে এই ক্রিকেটারই। পূর্ব বারাসতের স্কুলটির অভিযোগ, সেন্ট জেমসের অধিনায়ক আয়ান শেখ আদতে মুম্বইয়ের ক্রিকেটার। নকল পরিচয়পত্র তৈরি করে তাকে মেয়র্স কাপে খেলানো হচ্ছে। অভিযোগ, অভিযুক্ত ক্রিকেটারের দুটি আধার কার্ড। ‌দুটি আধার কার্ডের নাম বাবা এবং মায়ের নাম, ছবি এমনকি ফোন নাম্বারও এক, শুধু ঠিকানা আলাদা। এই ঘটনার সামনে নিয়ে আসেন পূর্ব বারাসত স্কুলের ক্রিকেট কোচ।
advertisement
সিএবিতে অভিযোগ জানানোর পর কোচ প্রলয় দে বলেন, “আয়ান শেখ নামে যে ছেলেটি খেলছে, সে মুম্বইয়ের ক্রিকেটার। আসল নাম আফজল আল্লারাখা শেখ। মুম্বইয়ে ওর জন্মসাল ২০০৯, এখানে ২০১২। ওর আধার কার্ড, রেশন কার্ডও আমরা অভিযোগের সঙ্গে সিএবি-কে জমা দিয়েছি। ও যে মুম্বইয়ে ক্রিকেট খেলেছে, সেই সংক্রান্ত কিছু সংবাদপত্রের কাটিংও দেওয়া হয়েছে।” পূর্ব বারাসতের স্কুলের অভিযোগ, আয়ান শেখ মূলত মুম্বইয়ের কল্যাণ এলাকার বাসিন্দা। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে ইউনিয়ন ক্রিকেট অ্যাকাডেমির শিক্ষার্থী। কিন্তু সিএবি-তে তাকে মুর্শিদাবাদের বাসিন্দা হিসাবে দেখানো হয়েছে। তাছাড়া মেয়র্স কাপ অনূর্ধ্ব ১৫ পর্যায়ের টুর্নামেন্ট। ফলে বয়সের বিচারেও আয়ান শেখ এই প্রতিযোগিতায় খেলার যোগ্য নয় বলেও দাবি করছে পূর্ব বারাসতের স্কুলটি।
advertisement
মেয়র্স কাপে আয়ান শেখ বেশ ভাল ফর্মে রয়েছে। পাঁচ ইনিংসে ৩৪৬ রান করে সর্বোচ্চ স্কোরারদের তালিকায় রয়েছে সাত নম্বরে। এরমধ্যে ১২০ বলে ২২৯ রানের একটি ইনিংসও খেলেছে সে। যদিও সেন্ট জনসের ক্রিকেট টিমের দায়িত্বপ্রাপ্ত কর্তা আকবর ফোন না ধরায় এই অভিযোগ নিয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।এদিনের অভিযোগ প্রসঙ্গে সিএবি-র তরফে জানানো হয়েছে, বুধবার এই অভিযোগ নিয়ে বৈঠক ডাকা হয়েছে। বিষয়টির তদন্ত করে তার ভিত্তিতে পদক্ষেপ করা হবে। স্কুল ক্রিকেট কমিটির চেয়ারম্যান শুভদীপ গঙ্গোপাধ্যায় জানান, আমরা অভিযোগ পেয়েছি। এটা গুরুতর অভিযোগ। দ্রুত ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। এখনই এর বেশি মন্তব্য করা ঠিক হবে না। তবে এইটুকু বলতে পারি, যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয় তাহলে সংশ্লিষ্ট ক্রিকেটার এবং সেই সংস্থার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Bengal cricket news: আধার কার্ড জাল করে বাংলার ক্রিকেটারদের বঞ্চিত করে ভিন রাজ্যের ব্যাটারকে খেলানোর অভিযোগ বঙ্গ ক্রিকেটে
Next Article
advertisement
SIR Update: মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের
মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও ৩ রাজ্যে প্রকাশিত খসড়া ভোটার তালিকা
  • আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের৷

  • মধ্যপ্রদেশ, কেরল, ছত্তীসগড়ে প্রকাশিত তালিকা৷

  • মধ্যপ্রদেশেই বাদ গেল ৪২ লক্ষ নাম৷

VIEW MORE
advertisement
advertisement