TRENDING:

Siliguri News: স্নায়ুর অতি বিরল রোগে আক্রান্ত ইশানকে বাঁচাতে বাড়িঘর বিক্রি করে দিয়েছে পরিবার! দরকার আরও টাকা

Last Updated:

মাত্র পাঁচ বছর বয়সে সিউবাকিট স্কেলেরোজিং প্যানেনসেফালিটিস-এ আক্রান্ত হয়ে কথা বলা, চলাফেরার ক্ষমতা হারিয়েছে ঈশান ভট্টাচার্য। তাকে সুস্থ করতে সকলের সাহায্য চায় পরিবার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: মাত্র পাঁচ বছর বয়স। আর সকলের মত স্কুলে যাওয়া, খেলাধুলার পরিবর্তে ছোট্ট ঈশান ভট্টাচার্য চুপচাপ শুয়ে আছে বিছানায়। এই বয়সেই মারণ রোগ সিউবাকিট স্কেলেরোজিং প্যানেনসেফালিটিস-এ আক্রান্ত সে। এটি স্নায়ুর এক ধরনের জটিল অসুখ, যা সংক্ষেপে এস‌এসপিই নামে পরিচিত। গত এক বছর ধরে এই জটিল অসুখে ভুগছে ঈশান। এই রোগ নিরাময়ের জন্য কোন ওষুধ খেতে হবে তা বলতে পারছেন না এখানকার চিকিৎসকরা। ঈশানের বাবা সামান্য একজন টোটো চালক। চিকিৎসার জন্য ছেলেকে নিয়ে ভেলোর বা আরও ভাল কোথাও যাবেন সেই ক্ষমতা তাঁর নেই। অথচ আর পাঁচজন মা-বাবার মতই চান ছোট্ট ঈশান সুস্থ হয়ে উঠুক। কিন্তু কোথা থেকে আসবে অর্থ!
advertisement

আরও পড়ুন: প্লাস্টিক-ফাইবারের ধাক্কায় বেতের তৈরি জিনিসের চাহিদা 'শেষ'

ছেলের চিকিৎসার জন্য ইতিমধ্যেই গয়না, এমনকি বাড়ি পর্যন্ত বিক্রি করতে হয়েছে ঈশানের মা-বাবাকে। শিলিগুড়ির পোড়াঝাড় এলাকার রাধাকৃষ্ণ পল্লির বাসিন্দা ঈশান। সে কিছুদিন আগে পর্যন্ত স্কুলে যেত, বাকি ছেলেমেয়েদের মত খেলাধুলোও করত। কিন্তু এক বছর আগে হঠাৎই তার কথা বন্ধ হয়ে যায়। আর নড়তে চড়তেও পারে না। ফলে বর্তমানে পুরোপুরি শয্যাশায়ী ছোট্ট ঈশান। তার চিকিৎসা করাতে গিয়ে এই এক বছরে সর্বস্বান্ত হয়ে গিয়েছে গোটা পরিবার। অ্যালোপ্যাথি চিকিৎসায় কোন‌ও কাজ হয়নি। শেষ পর্যন্ত আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা করতে গিয়ে কিছুটা হলেও ফল পাওয়া গিয়েছে। অল্প হলেও ঈশানের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। এই অবস্থায় হরিদ্বারে নিয়ে গিয়ে ভাল করে আয়ুর্বেদিক চিকিৎসা করলে ফল মিলতে পারে বলে মনে করছে পরিবার। কিন্তু অর্থ আসবে কোথা থেকে।

advertisement

View More

ঈশানের মা অলকা ভট্টাচার্য কান্না ভেজা গলায় শিলিগুড়িবাসীর কাছে অনুরোধ করেন, আমাদের একটিমাত্র সন্তান। কী করে এরকম রোগ হয়ে গেল তা বুঝতে পারছি না। তার চিকিৎসার জন্য বাড়িঘর বিক্রি করে দিয়েছি, তবুও কিছু সুরাহা হচ্ছে না। সকল শহরবাসী যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে আমার এই ছোট্ট ছেলেটা সুস্থ হয়ে উঠবে, আবার আগের মত স্কুল যেতে পারবে।

advertisement

কোন‌ও সহৃদয় ব্যক্তি যদি ঈশান ভট্টাচার্যের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তবে যোগাযোগ করুন ৭৯০৮৪৯৮৭২৮/৯৭৪৯৩১৯৫৫০ - এই নম্বরে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: স্নায়ুর অতি বিরল রোগে আক্রান্ত ইশানকে বাঁচাতে বাড়িঘর বিক্রি করে দিয়েছে পরিবার! দরকার আরও টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল