বছর চারেকের খুদে শিশুকন্যাকে মা বাসন্তী রঙা শাড়িতে যখন সাজিয়ে তোলেন, তখন এমনি এমনিই সে যেন কতটা বড় হয়ে যায়! শহরতলির গার্লস স্কুলগুলোয় এই দিনটার যেন আলাদা মহিমা! কারণ শুধুমাত্র এই দিনেই মেয়েদের স্কুলে ঢুকতে পারে ছেলেরা। আর অল্প বয়সের দুষ্টুমিতে প্রতিমা দেখার নামে তারা আসলে নজর রাখে হৃদয়ে থাকা অন্য কারোর দিকে। তাই এই দিনটা সেই কবেই যেন বাঙালির না-বলা ‘ভ্যালেন্টাইনস ডে’ তে পরিণত হয়েছে।
advertisement
আরও পড়ুন: উত্তরবঙ্গে আর্ট কলেজ, এক্সিবিশন সেন্টার কিছুই নেই! আর তাই বাড়িতেই প্রদর্শনীর আয়োজন শিল্পীর
সরস্বতী পুজো ঘিরে সব বয়সের এই উন্মাদনাকে হাতিয়ার করে শিলিগুড়ির দোকানে দোকানে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর বাসন্তী রঙের শাড়ি বিক্রি হচ্ছে। কেনাকাটা করতে মেয়েকে নিয়ে হাজির হচ্ছেন বাবা-মা'রাও। বাচ্চাদের কথা মাথায় রেখে বিধান মার্কেটে রকমারি শাড়ি নিয়ে হাজির দোকানদাররা।
শিলিগুড়ির পোষাক বিক্রেতারা জানিয়েছেন, এই বছর বড়দের থেকেও অল্প বয়সী মেয়েদের জন্য বাসন্তী রঙের শাড়ি কেনার চাহিদা অনেক বেশি। তাঁদের মতে বড়দের শাড়ি এমনিই থাকে। কিন্তু এবার সরস্বতী পুজো উপলক্ষে ছোট ছোট মেয়েদেরও শাড়ি পরাতে চাইছেন মা-বাবা'রা।
অনির্বাণ রায়