আরও পড়ুন: লক্ষ্মীর পটচিত্র আঁকড়ে বাঁচার লড়াই বহু পরিবারের
রঞ্জন রায় দুর্গাপুজোর থিম শিল্পী হিসেবে এর আগে কাজ করেছেন। তবে অর্পিতার এই অভিজ্ঞতা প্রথমবারের মতো হতে চলেছে। বাড়িতে বসে হঠাৎই তাঁদের মাথায় এই পরিকল্পনা আসে। তারপর গ্রাম বাংলার একটি নক্সা বানিয়ে তা শিলিগুড়ির অরবিন্দ ইন্টার ইউনিয়নের দুর্গাপুজোর সংগঠকদের দেখান। তাঁদের ভীষণ পছন্দ হয় এই থিম। তারপরেই দু’জনে মিলে গ্রাম ফুটিয়ে তোলার কাজে লেগে পড়েন। যুগের তালে গ্রামের সব জিনিস আজ হারিয়ে যেতে বসেছে। তাই সমস্ত কিছুই ফুটিয়ে তোলার চেষ্টা করবেন এই শিল্পী দম্পতি। তাঁদের এই কল্পিত থিম গ্রামে থাকবে গরু, হাঁস, বাছুর। লাঙল-কোদাল নিয়ে কাজ করবেন কৃষকরা।
advertisement
রঞ্জন বলেন, আমি এর আগে থিম শিল্পী হিসেবে কাজ করেছি। তবে আমার স্ত্রীর সঙ্গে এই প্রথমবার এই ক্লাবের কাজ করছি। সকালের কাজ সেরে তারপর দু’জনে মিলে আমাদের কাজে লেগে পড়ি। আশাকরি শহরবাসীকে নতুন রূপে একটি গ্রাম দেখাতে পারব। অন্যদিকে অর্পিতা বলেন, চিত্রশিল্পী হিসেবে অনেক জায়গায় ছবি এঁকেছি, অনেক কাজ করেছি। তবে থিম শিল্পী হিসেবে এই আমার প্রথম কাজ। দারুন অভিজ্ঞতা হচ্ছে। ভীষণ ভাল লাগছে আমার। আশা করি আমাদের কাজ সকলের পছন্দ হবে।
অনির্বাণ রায়