আরও পড়ুন: তীব্র বিস্ফোরণে উড়ে গেল চার শিশু! পঞ্চায়েত ভোট প্রক্রিয়ার মধ্যে ভয়ঙ্কর ঘটনা মুর্শিদাবাদে
সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে কালিম্পঙের এলেনবাড়ি রেল সেতুর কাছে। বৃষ্টি হওয়ায় পিচ্ছিল পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়িটি রুংডুং নদীর খাদে উল্টে যায়। গাড়িটিতে চালক ছাড়াও আরও দু’জন জওয়ান ছিলেন। আহত অবস্থায় তাঁদেরকে মংপং সেনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে বিন্নাগুড়ি সেনা ক্যান্টনমেন্ট থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। তারা ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে নদীখাত থেকে তোলার কাজ শুরু করেছে।
advertisement
মংপং পুলিশ ফাঁড়ির ওসি মঙ্গল সিং লো জানান, রুংডুং সেতুর কাছে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে উল্টে পড়ে। গাড়িটি বিন্নাগুড়ি সেনা ক্যান্টনমেন্ট থেকে সেবক সেনা ছাউনির দিকে যাচ্ছিল। এই দুর্ঘটনায় তিন জওয়ান আহত হলেও তাঁদের সকলের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
অনির্বাণ রায়