আরও পড়ুন: মাধ্যমিক রেজাল্টের বড় আপডেট, আজ থেকেই অনলাইনে নম্বর যাচাই!
বেশ কিছুদিন ধরে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঠাকুরনগর এলাকায় একটি বেসরকারি সংস্থার বহুতল গড়ে উঠছে। গোড়া থেকেই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি রাস্তা দখল করে এই নির্মাণ কাজ হচ্ছে। এলাকার মানুষ ওই রাস্তা দিয়ে চলাচল করত। কিন্তু সেটি টিন দিয়ে ঘিরে দেওয়ার অভিযোগ ওঠে নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে। এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এলাকার মানুষকে তিন কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাই তাঁরা স্থানীয় বিধায়ক শিখা চ্যাটার্জির সঙ্গে ওই বহুতলের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। দ্রুত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
বিধায়ক শিখা চ্যাটার্জি বলেন, এই বহুতল সম্পূর্ণভাবে বেআইনিভাবে তৈরি হচ্ছে। এর আগেও কাজ করতে বাধা দিয়েছি। তারপরেও আইন অগ্রাহ্য করে নির্মাণ কাজ চলছে। বহু গ্রামের মানুষ এদিক দিয়ে যাতায়াত করে। এরফলে তাঁদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। তিনি অবিলম্বে নির্মাণকাজ বন্ধের দাবি জানান।
অনির্বাণ রায়