অবশেষে প্রশাসনের তরফে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করার আশ্বাস দেওয়ায় পথ অবরোধ তুলে নেন বাসিন্দারা। প্রসঙ্গত, রাজগঞ্জের ভূটকি গন্ডার মোড় পেট্রল পাম্প থেকে একটি বাইক বেরোতেই সরকারি বাস এসে সজোরে ধাক্কা মারে একটি স্কুটিকে। বাসের নিচে চলে যায় বাইকটি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার পরেই উত্তপ্ত জনতা সরকারি বাসটি ভাঙচুর করে, জানা যায়, দীর্ঘদিনের ট্রাফিক ব্যবস্থা দাবি থাকলেও ট্রাফিক ব্যবস্থা সঠিক না থাকায় নিত্যদিন ঘটছে দুর্ঘটনা।
advertisement
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার শিলিগুড়ির কুখ্যাত জমি মাফিয়া আলি
আহত ব্যক্তিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এরপর ট্রাফিক নিয়ন্ত্রণের দাবিতে পথ অবরোধে সামিল হন বাসিন্দারা। পুলিশ এসে অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি সমিজুদ্দিন আহমেদ বলেন, গন্ডার মোড়ে প্রতিনিয়ত দুর্ঘটনা হয়। তাই এদিন দুর্ঘটনার পর বাসিন্দারা ট্রাফিক নিয়ন্ত্রণের দাবিতে পথ অবরোধ করে। অবিলম্বে যাতে বাসিন্দাদের দাবি পূরণ হয় সে ব্যাপারে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
Anirban Roy