Siliguri News: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার শিলিগুড়ির কুখ্যাত জমি মাফিয়া আলি

Last Updated:

দীর্ঘদিন ধরেই বেসরকারি জমি জবরদখল, ঠকবাজি, জালিয়াতি এমন ভুড়ি ভুড়ি অভিযোগ তার বিরুদ্ধে শিলিগুড়ির বিভিন্ন থানায়। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হল সেই জমি মাফিয়া ওয়াজেদ আলী শেখ। জানা গিয়েছে, ওয়াজেদ আলী হায়দারপাড়ার মেঘলাল সরনীর বাসিন্দা।

+
title=

#শিলিগুড়ি : দীর্ঘদিন ধরেই বেসরকারি জমি জবরদখল, ঠকবাজি, জালিয়াতি এমন ভুড়ি ভুড়ি অভিযোগ তার বিরুদ্ধে শিলিগুড়ির বিভিন্ন থানায়। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হল সেই জমি মাফিয়া ওয়াজেদ আলী শেখ। জানা গিয়েছে, ওয়াজেদ আলী হায়দারপাড়ার মেঘলাল সরনীর বাসিন্দা। দীর্ঘদিন ধরে জমি কারবারের সঙ্গে জড়িত। বিভিন্ন থানার পাশাপাশি এনজেপি থানাতেও তার বিরুদ্ধেও ৪টি মামলা রয়েছে। বিগত দুবছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেরাচ্ছিল সে।
অবশেষে সোমবার বিকেলে শক্তিগড় থেকে বহুমুল্য গাড়ি সহ তাকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমির ভুয়ো কাগজ পত্র তৈরি করে তা কেনাবেচার কারবার চালাচ্ছিল জমি মাফিয়া ওয়াজেদ আলী। পুলিশের কাছে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও দুই বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে ফেরার ছিল অভিযুক্ত ওয়াজেদ। জানা গেছে, ওয়াজেদ আলী শিলিগুড়ি হায়দার পাড়া মেঘলাল সরণির বাসিন্দা।
advertisement
আরও পড়ুনঃ ডিজে বন্ধ করতে গিয়ে বিপত্তিতে পুলিশ! ভেঙে ফেলা হল গাড়ির কাঁচ, গ্রেফতার ৩
সোমবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির শক্তিগর এলাকা থেকে এক বিলাস বহুল গাড়ি সহ তাকে গ্রেফতার করে শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। পুলিশ সুত্রে খবর, ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে ১৪ দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।
advertisement
advertisement
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার শিলিগুড়ির কুখ্যাত জমি মাফিয়া আলি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement