জানা গিয়েছে, ভোর চারটে নাগাদ প্রধাননগরের সমর নগর এলাকা থেকে একটি চার চাকার গাড়ি চুরি হয়। প্রধাননগর থানায় লিখিত অভিযোগ করেন সঞ্জয় গুপ্ত। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে খড়িবাড়ি থানার পুলিশের সহযোগিতায় সেই গাড়িটি উদ্ধার হয়। পাশাপাশি শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে ২৮.৩ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মুল্য প্রায় ১০ লক্ষ টাকা। ধৃতের নাম মোহন চৌধুরী।
advertisement
আরও পড়ুন : প্রেমে হাবুডুবু খাচ্ছেন কৃতি-প্রভাস? বরুনের কথায় শোরগোল বলিপাড়ায়
শহর জুড়ে এই গাঁজা পাচার চক্র বিশাল হারে বৃদ্ধি পেয়েছে। মাদক জাতীয় দ্রব্য সেবনের পরিমান বেড়েছে শহর জুড়ে।
আরও পড়ুন : প্রেমে আঘাত, চরম প্রতারণা! মনে পড়ে সেই দিন... কান্নায় ভেঙে পড়লেন নোরা ফতেহি
গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন অভিযান চালিয়ে দার্জিলিং মোড় সংলগ্ন এলাকা থেকে ২৮.৩ কেজি গাঁজা উদ্ধার হয়। পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে। এর নেপথ্যে কোনও বড় পাচার চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ডিসিপি কুনওয়ার ভূষন সিং বলেন, "মাদক বিরোধী অভিযান আমাদের চলছে। মাদক মুক্ত শহর গড়তে এই অভিযান চলতে থাকবে। তিনি আরও জানান শিলিগুড়ি কে নেশামুক্ত শহর গড়ে তোলার জন্য তারা বদ্ধ পরিকর।"
অনির্বাণ রায়