কখনও জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে তছনছ করে দেয় বাজার-ঘাট। কখনও হামলা করে বাড়িতে। রীতিমতো ভাঙচুর চালায় তারা। ওই সব জেলায় হাতির হানায় মৃত্যুর ঘটনাও ঘটে প্রচুর। সেই কথা বিবেচনা করে ইতিমধ্যেই হাতির হানায় মৃতদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনই হাতির হানায় ওই যুবকদের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাদক্ষ কিশোরী মোহন সিংহ ও পঞ্চায়েত সদস্য।
advertisement
আরও পড়ুনঃ শিলিগুড়ির জংশন রেলওয়ে স্টেশনের যাত্রী প্রতিক্ষালয়ে অগ্নিকান্ড! ঘটনায় চাঞ্চল্য
বনবিভাগের পক্ষ থেকে মৃতের পরিবারকে সমস্ত ধরনের সহযোগিতা করা হবে হলে জানান কিশোরী মোহন সিংহ। জঙ্গল লাগোয়া নদীতে সকালে মাছ ধরতে যান লাপাই মার্ডি নামে এক যুবক। মাছ ধরার সময় হঠাৎ হাতি এসে তার ওপরে আক্রমণ করে। হাতির হানায় মৃত্যু হয় ওই যুবকের। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। এলাকাবাসীরা বন দপ্তরের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে লোকালয়ে হাতির হানা রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।
Anirban Roy