Siliguri News: শিলিগুড়ির জংশন রেলওয়ে স্টেশনের যাত্রী প্রতিক্ষালয়ে অগ্নিকান্ড! ঘটনায় চাঞ্চল্য

Last Updated:

শিলিগুড়ির জংশন রেলস্টেশনে আচমকা আগুন। যাত্রী প্রতীক্ষালয়ের বাইরের দিকে হঠাৎ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও আরপিএফ এবং জিআরপি তরফে দ্রুততার সঙ্গে আগুন নেভাতে তৎপরতা শুরু হয়।

#শিলিগুড়ি : শিলিগুড়ির জংশন রেলস্টেশনে আচমকা আগুন। যাত্রী প্রতীক্ষালয়ের বাইরের দিকে হঠাৎ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও আরপিএফ এবং জিআরপি তরফে দ্রুততার সঙ্গে আগুন নেভাতে তৎপরতা শুরু হয়। ফলে দ্রুত আগুন নিভিয়ে ফেলা গিয়েছে। কোনও বড় দুর্ঘটনা ঘটার থেকে রক্ষা পায় স্টেশন ও স্টেশন চত্বর। ফলে হাঁফ ছেড়ে বাঁচেন রেল কর্তারাও। শনিবার সকালে যাত্রী প্রতীক্ষালয়ের দোতলা থেকে অনর্গল ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন জিআরপি এবং আরপিএফ কর্মীরা। তাঁরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন।
খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে তার আগেই আগুন অনেকটাই আয়ত্তে এসে পড়েছিল। অল্পের জন্য বড়সড়ো অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল শিলিগুড়ি জংশনের যাত্রী প্রতীক্ষালয়। শনিবার সকালে স্থানীয় মানুষজন যাত্রী প্রতীক্ষালয়ের পাশে জঞ্জালের মধ্যে আগুন জ্বলতে দেখেন। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। রেলকর্মী স্থানীয়দের কিছুক্ষনের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। আগুন নিভে যাওয়ার পরই দমকলের একটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। অনুমান করা হচ্ছে শিলিগুড়ি জংশনের যাত্রী প্রতীক্ষালয়ের পাশে থাকা কাগজের স্তূপ কোনওভাবে আগুন লাগে।
advertisement
আরও পড়ুনঃ মাছ ধরতে গিয়ে দাঁতাল হাতির হানায় মৃত্যু এক যুবকের
সময়মতো আগুন নেভানো সম্ভব না হলে বড়সড়ো দূর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। দমকল আধিকারিক শঙ্কর শীল জানান, যাত্রীদের অসাবধানতায় আগুন লেগে থাকতে পারে।স্থানীয়রা জঞ্জালের মধ্যে আগুন জ্বলতে দেখেন। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। খুব সম্ভবত যাত্রী প্রতীক্ষালয়ের পাশে থাকা কাগজের স্তূপ কোনওভাবে আগুন লাগে। সময়মতো আগুন নেভানো সম্ভব না হলে বড়সড়ো দূর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। এদিকে খবর পেয়ে নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠকও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থতি খতিয়ে দেখে যাত্রীদের আশ্বস্ত করেন ।ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
advertisement
advertisement
Anirban Roy
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: শিলিগুড়ির জংশন রেলওয়ে স্টেশনের যাত্রী প্রতিক্ষালয়ে অগ্নিকান্ড! ঘটনায় চাঞ্চল্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement