Siliguri News: মাছ ধরতে গিয়ে দাঁতাল হাতির হানায় মৃত্যু এক যুবকের

Last Updated:

সোমবার সকালে নদীতে মাছ ধরতে গিয়ে দাঁতাল হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জের ডাঙ্গরভিটা এলাকায়। জানা গিয়েছে, টুকরিয়া জঙ্গল লাগোয়া নদীতে সকালে মাছ ধরতে যান লাপাই মার্ডি নামে এক যুবক।

#খড়িবাড়ি : সোমবার সকালে নদীতে মাছ ধরতে গিয়ে দাঁতাল হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জের ডাঙ্গরভিটা এলাকায়। জানা গিয়েছে, টুকরিয়া জঙ্গল লাগোয়া নদীতে সকালে মাছ ধরতে যান লাপাই মার্ডি নামে এক যুবক। মাছ ধরার সময় হাতির হানায় মৃত্যু হয় যুবকের। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টুকরিয়াঝাড় বনদপ্তর ও খড়িবাড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দার্জিলিং জেলার খড়িবাড়ি, নকশালবাড়ি সহ বাংলার বেশ কয়েকটি জেলায় প্রায়শই তাণ্ডব চালায় দাঁতাল বাহিনী।
কখনও জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে তছনছ করে দেয় বাজার-ঘাট। কখনও হামলা করে বাড়িতে। রীতিমতো ভাঙচুর চালায় তারা। ওই সব জেলায় হাতির হানায় মৃত্যুর ঘটনাও ঘটে প্রচুর। সেই কথা বিবেচনা করে ইতিমধ্যেই হাতির হানায় মৃতদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনই হাতির হানায় ওই যুবকদের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাদক্ষ কিশোরী মোহন সিংহ পঞ্চায়েত সদস্য।
advertisement
advertisement
 
বনবিভাগের পক্ষ থেকে মৃতের পরিবারকে সমস্ত ধরনের সহযোগিতা করা হবে হলে জানান কিশোরী মোহন সিংহ। জঙ্গল লাগোয়া নদীতে সকালে মাছ ধরতে যান লাপাই মার্ডি নামে এক যুবক। মাছ ধরার সময় হঠাৎ হাতি এসে তার ওপরে আক্রমণ করে। হাতির হানায় মৃত্যু হয় ওই যুবকের। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। এলাকাবাসীরা বন দপ্তরের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে লোকালয়ে হাতির হানা রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।
advertisement
 
 
 
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: মাছ ধরতে গিয়ে দাঁতাল হাতির হানায় মৃত্যু এক যুবকের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement