TRENDING:

Siliguri News: ভ্যান ভাড়া করে এনে তাতে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাইক তুলছিলেন মহিলা! জানাজানি হতে তারপর যা হল...

Last Updated:

মহিলা বাইক চোর! অবাক হয়ে যাচ্ছেন? হয়ত অবাক হওয়ারই কথা, কিন্তু তবুও বলছি অবাক হবেন না। কারণ বৃহস্পতিবার শিলিগুড়িতে হাতেনাতে ধরা পড়েছেন এমনই এক মহিলা বাইক চোর! যিনি ভ্যান ভাড়া করে এনে রাস্তা থেকে অন্যের বাইক তুলে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করছিলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: অভিনব কায়দায় বাইক চুরির চেষ্টা। বাইকের লক ভাঙার বদলে ভ্যানে তুলে চম্পট দেওয়ার চেষ্টা করল চোর। আরে গোটা কাজটাই করলেন এক মহিলা! অবাক লাগলেও ঠিক এটাই ঘটেছে শিলিগুড়িতে।
advertisement

সাধারণত বাইক চালকের অন্যমনস্কতার সুযোগ নিয়ে লক ভেঙে চুরি করার ঘটনা ঘটে। কিন্তু এ যে মুটে ভাড়া করে আস্ত বাইকটাই হাতে টানা ভ্যানে চাপিয়ে কেটে পড়ার ফন্দি! আসলে ওই মহিলা বাইক চোর বেশ ভালো একটা কৌশল খাটান। এইভাবে লোক ভাড়া করে এনে বাইক ভ্যানে তুললে মানুষজন ভাববে চাবি হারিয়ে গিয়েছে, মালিক নিজেই নিজের বাইক ভ্যানে করে নিয়ে যাচ্ছে। তাই সাধারণত কেউ বাধা দিতে এগিয়ে আসবে না। আর সবার চোখের সামনে দিয়ে দিব্যি চুরি করে পালিয়ে যাবে চোর।

advertisement

কিন্তু বৃহস্পতিবার সকালে চুরি কর‍তে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পরে যান ওই মহিলা চোর। এই বাইক চোর শুধু মহিলা নয়, তাঁর বেশ বয়স‌ও হয়েছে। বৃহস্পতিবার ভরদুপুরে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির ১৬ নম্ব ওয়ার্ডের হাকিম পাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইক চোরের চেষ্টার অভিযোগে ধৃত মহিলার নাম সুমতি রায়৷ তিনি শিলিগুড়ি সংলগ্ন আশিঘর পাইপ লাইনের বাসিন্দা।

advertisement

আরও পড়ুন: থানায় কী হচ্ছে? ২৪ ঘণ্টা সিসিটিভির মাধ্যমে নজরদারি চালাবে প্রশাসন

View More

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা তিনটি ভ্যান ভাড়া করে নিয়ে এলাকায় আসেন। দু'জন মুটেকেও ভাড়া করে আনেন। এরপর ওই এলাকায় দীর্ঘক্ষণ ঘুরেবেড়ানোর পর একটি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি বাইক ভ্যানে তোলার জন্য মুটেদের বলেন। বাইক ভ্যানে তোলার সময় দেখে ফেলে বাড়ির এক সদস্য। এরপরই হইচই পড়ে যায়। এই ঘটনার প্রত্যক্ষদর্শীর শঙ্কর দাস বলেন, "উপর থেকে দেখি ভাইয়ের বাইক ভ্যানে তোলা হচ্ছে। আমার সন্দেহ হয়। ভাইকে জিজ্ঞেস করি যে বাইক বিক্রি করেছে কিনা। কিন্তু বলে যে না বিক্রি করেনি। সঙ্গে সঙ্গে নিচে নেমে জিজ্ঞেস করতেই সব ওই মহিলার পরিকল্পনার পর্দা ফাঁস হয়ে যায়। কেউ ধারণাই করতে পারবে না যে এইভাবে চুরি হচ্ছিল।"

advertisement

ভ্যান চালক বলে, "দীর্ঘক্ষণ ধরে ওই মহিলা এলাকায় ঘোরাঘুরির পর একটি গাড়ি তুলতে হবে বলে জানায়। বলে, গাড়িটি তাঁর নিজেরই। দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। তাই গাড়িটি বিক্রি করে দেবেন। এই বলে বাইকটা ভ্যানে তুলতে বলে।" পরে শিলিগুড়ি থানার পুলিশ এসে ওই মহিলাকে গ্রেফতার করে নিয়ে যায়। সঙ্গে আসা ভ্যানচালকদেরও আটক করেছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মা কালী থেকে রাধাকৃষ্ণ, রাম-সীতা! পুতুল নাচের মধ্যে সমাজ বদলানোর বার্তা
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: ভ্যান ভাড়া করে এনে তাতে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাইক তুলছিলেন মহিলা! জানাজানি হতে তারপর যা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল