প্রসঙ্গত, ওই এলাকায় এর আগেও বার বার চুরির ঘটনা ঘটছে। এদিন চুরি করতে এসে সাতসকালে হাতেনাতে ধরা পড়লো চোর। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি নতুন বাজার এলাকায় ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে দড়ি দিয়ে বেঁধে পেটানো হয় । জনতার ক্ষোভের মুখে পরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। তারপর স্থানীয়রা ওই ব্যাক্তিকে পুলিশের হাতে তুলে দেয় । শনিবার সকালে দোকানের আশেপাশে এক যুবক ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় তাদের।
advertisement
আরও পড়ুনঃ মহকুমার প্রতিটি ব্লকে তৈরি হবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প
অবশেষে ওই যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করতেই তার কাছ থেকে উদ্ধার হয় দোকানের চুরি যাওয়া বেশকিছু সামগ্রী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অবশেষে সেই যুবককে সেখান থেকেই উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। বাসিন্দাদের অভিযোগ, কয়েক বছর থেকে এলাকার দোকানগুলিতে চুরি হচ্ছে। তাই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো এবং কড়া পদক্ষেপের দাবি তোলেন তারা।
Anirban Roy





