TRENDING:

Siliguri: পুরনো ঐতিহ্যকে ভুলছে নতুন প্রজন্ম! ঝুলনের ইতিহাস টিকিয়ে রাখতে ‌উদ্যোগ

Last Updated:

রবিবার থেকে শুরু হয়েছে ঝুলন এবং চলতি সময়ে এই ঝুলন পূর্ণিমাকে ঘিরেই মধ্য বয়স্কদের মধ্যে রয়েছে হাজারো স্মৃতি। আধুনিকতার যুগে কংক্রিটের শহরে হারিয়ে যাচ্ছে ঝুলন যাত্রার ঐতিহ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : রবিবার থেকে শুরু হয়েছে ঝুলন এবং চলতি সময়ে এই ঝুলন পূর্ণিমাকে ঘিরেই মধ্য বয়স্কদের মধ্যে রয়েছে হাজারো স্মৃতি। আধুনিকতার যুগে কংক্রিটের শহরে হারিয়ে যাচ্ছে ঝুলন যাত্রার ঐতিহ্য। প্রতিযোগিতার যুগে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়ার দৌড়ে নতুন প্রজন্মের কাছে অজানা থেকে যাচ্ছে এই ঝুলন যাত্রার ইতিহাস। তবে, ঝুলনের ঐতিহ্যকে ধরে রাখতে ঝুলন তৈরি করেছেন শিলিগুড়ির কলেজ পাড়ার বাসিন্দা উজ্জ্বল বিশ্বাস। তার তৈরি ঝুলন দেখতে ভিড় করছে আট থেকে আশি সকলেই। পুরাতন যুগে মা দিদিমারা ছোটদের ঝুলনযাত্রার গল্প শোনাতেন। তার সাথেই উঠে আসতো ইতিহাসের পাতার আরো নানা গল্প ও কাহিনী। তবে, পরিবর্তিত যুগের সাথে ও পড়াশোনার বোঝায় গল্প করার সময়টাই আর পায় না বাচ্চারা। সমাজের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে মুঠোফোনের মধ্যে সীমিত থেকে যাচ্ছে তাদের জীবন।তাই ঝুলন তৈরি কিংবা ঝুলন সম্পর্কে জানার আর সময় বা উৎসাহ কিছু দেখা যায় না। অন্যদিকে, বেড়ে ওঠা শহরে মাটি, বালি সহ নানা ঝুলন তৈরির সামগ্রীও মেলা ভার। ফলে ঝুলনের সংখ্যা কমতে কমতে এখন প্রায় বিলুপ্তির পথে।
advertisement

 

 

কিন্তু বৃন্দাবনে রাধা-কৃষ্ণর শৈশব-স্মৃতি, বিশেষতঃ সখা-সখীদের সাথে দোলনায় দোলার প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপরযুগে এই ঝুলন উৎসবের ইতিহাস ধরে রেখেছেন শিলিগুড়ি শহরের বেশ কিছু মানুষেরা। তার মধ্যেই একজন উজ্জ্বল বাবু। নিজের বাড়ির ছোট জায়গাতেই তিনি তৈরি করেছেন ঝুলন। শিলিগুড়ি শহরের প্রতীকী ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তার মধ্যেই, যেখানে একপাশে রয়েছে পাহাড়, কংক্রিটের শহর আবার রয়েছে শহর সংলগ্ন গ্রামও।

advertisement

View More

আরও পড়ুনঃ পার্কিং সমস্যায় নাজেহাল শহরবাসী! হেলদোল নেই কারোরই

 

 

নিজের মেয়েকে ঝুলন কি তা বোঝাতেই তার এই উদ্যোগ। তাতে আরো অনেকেই জানতে পারছেন এই ঝুলন সম্পর্কে। ঝুলন যাতে হারিয়ে না যায় তার জন্যই তার এই প্রয়াস। ঝুলন যাত্রা উপলক্ষে উজ্জ্বল বাবু প্রায় দেরমাস ধরে নিজের বাড়িতেই বড়ো সুন্দর করে ঝুলন তৈরি করেছেন।

advertisement

আরও পড়ুনঃ ৫০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ ধৃত ১ যুবক

 

 

এদিন উজ্জ্বল বাবু জানান, চলতি সময়ে বাচ্চারা মোবাইল অনলাইন গেম নিয়েই ব্যাস্ত তাদের মধ্যে ঝুলন নিয়ে কোনো রকম উৎসাহ লক্ষ্য করা যায় না, তাই তিনি নিজের বাড়িতেই ঝুলন তৈরি করেছেন এবং বাচ্চাদের সেই ঝুলন দেখতে আসার জন্য অনুরোধ করেছেন। তার চেষ্টা বাচ্চারা যেনো তার তৈরি ঝুলন দেখতে আসে ফলে তাদের মধ্যেও ঝুলন বিষয়টা কি সে বিষয়ে জানার পাশাপাশি হয়তো তার তৈর ঝুলন দেখে ঝুলন তৈরিতে নতুন প্রজন্মের আগ্রহ বাড়বে এবং সেই লক্ষ্যেই তার এই ঝুলন।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri: পুরনো ঐতিহ্যকে ভুলছে নতুন প্রজন্ম! ঝুলনের ইতিহাস টিকিয়ে রাখতে ‌উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল