কিন্তু বৃন্দাবনে রাধা-কৃষ্ণর শৈশব-স্মৃতি, বিশেষতঃ সখা-সখীদের সাথে দোলনায় দোলার প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপরযুগে এই ঝুলন উৎসবের ইতিহাস ধরে রেখেছেন শিলিগুড়ি শহরের বেশ কিছু মানুষেরা। তার মধ্যেই একজন উজ্জ্বল বাবু। নিজের বাড়ির ছোট জায়গাতেই তিনি তৈরি করেছেন ঝুলন। শিলিগুড়ি শহরের প্রতীকী ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তার মধ্যেই, যেখানে একপাশে রয়েছে পাহাড়, কংক্রিটের শহর আবার রয়েছে শহর সংলগ্ন গ্রামও।
advertisement
আরও পড়ুনঃ পার্কিং সমস্যায় নাজেহাল শহরবাসী! হেলদোল নেই কারোরই
নিজের মেয়েকে ঝুলন কি তা বোঝাতেই তার এই উদ্যোগ। তাতে আরো অনেকেই জানতে পারছেন এই ঝুলন সম্পর্কে। ঝুলন যাতে হারিয়ে না যায় তার জন্যই তার এই প্রয়াস। ঝুলন যাত্রা উপলক্ষে উজ্জ্বল বাবু প্রায় দেরমাস ধরে নিজের বাড়িতেই বড়ো ও সুন্দর করে ঝুলন তৈরি করেছেন।
আরও পড়ুনঃ ৫০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ ধৃত ১ যুবক
এদিন উজ্জ্বল বাবু জানান, চলতি সময়ে বাচ্চারা মোবাইল ও অনলাইন গেম নিয়েই ব্যাস্ত তাদের মধ্যে ঝুলন নিয়ে কোনো রকম উৎসাহ লক্ষ্য করা যায় না, তাই তিনি নিজের বাড়িতেই ঝুলন তৈরি করেছেন এবং বাচ্চাদের সেই ঝুলন দেখতে আসার জন্য অনুরোধ করেছেন। তার চেষ্টা বাচ্চারা যেনো তার তৈরি ঝুলন দেখতে আসে ফলে তাদের মধ্যেও ঝুলন বিষয়টা কি সে বিষয়ে জানার পাশাপাশি হয়তো তার তৈর ঝুলন দেখে ঝুলন তৈরিতে নতুন প্রজন্মের আগ্রহ বাড়বে এবং সেই লক্ষ্যেই তার এই ঝুলন।
Anirban Roy