TRENDING:

Siliguri News: স্নাতক পাস ভবঘুরেকে চুল দাড়ি কেটে চিকিৎসা! ঘটনা জানলে চোখে জল আসবে

Last Updated:

১৫ বছর ধরে ভবঘুরে হয়ে ঘুরছিল এক ব্যাক্তি। তাকে চুল দাড়ি কেটে, স্নান করিয়ে, চিকিৎসার ব্যবস্থা করে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করল একদল যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি:  ১৫ বছর ধরে ভবঘুরে হয়ে ঘুরছিল এক ব্যাক্তি। তাকে চুল দাড়ি কেটে, স্নান করিয়ে, চিকিৎসার ব্যবস্থা করে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করল একদল যুবক। ভবঘুরের নাম রাজু বিশ্বাস। শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করে কলেজের গণ্ডি পেরিয়ে স্নাতক করেন এই ব্যক্তি। কিন্তু ১৫ বছর ধরে সে ভবঘুরে। বড় বড় চুল দাড়ি দীর্ঘদিন ধরে স্নান না করায় দেখা দিচ্ছিল শারীরিক সমস্যা। রাজুকে স্বাভাবিক জিবনে ফিরিয়ে আনতে বিশেষ ভূমিকা নিল একদল যুবক।
advertisement

ভবঘুরে কে চুল দাড়ি কেটে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে নতুন জীবনে ফিরিয়ে দিতে উদ্যোগী ওই যুবকেরা। আসলে স্থানীয় রাজু বিশ্বাস ওই ক্লাবেরই সদস্য ছিল। তারপর হঠাৎই সবার অজান্তেই কোথায় যেন হারিয়ে যায় সে। চোখের সামনে নিজেদের বন্ধুকে এভাবে দেখতে না পারায় ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় যুবকেরা। পরবর্তীতে চিকিৎসা করে কাজের ব্যবস্থার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরেয়ে আনতে চায় ওই যুবকেরা । ক্লাবের সদস্য মিন্টু পাল জানান, "এক সময় এই ক্লাবেরই সদস্য ছিল রাজু। বহুদিন দায়িত্বভারও সামলেছিল এই ক্লাবের।"

advertisement

আরও পড়ুন: অলিগলি নয় জয়গাঁর ভুটানগেট দিয়েই আসছে ভুটানি মদ! রমরমা কারবার

রাজুকে দিয়ে এই উদ্যোগ শুভ আরম্ভ হলেও আগামী দিনে আরও ভবঘুরেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে অঙ্গীকার করলেন ওই যুবকেরা। এই ধরনের উদ্যোগে খুশি সাধারণ মানুষ। সমাজসেবী পূজা মুক্তার জানান, "এমন বহু মানুষ আছে যারা নানান কারণে সমাজ থেকে দূরে চলে যায়, তাদের সাহায্যের হাত দরকার। তাদেরকে যদি ভালবাসা দিয়ে সঠিক পথে পরিচালিত করা যায় তাহলে সমাজেরই উপকার হবে।" তিনি আরও বলেন ' আজকে রাজুকে চুল দাড়ি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছি মাত্র আগামীতেও এভাবেই সমাজের পাশে দাঁড়িয়ে কাজ করে যেতে চাই।'

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: স্নাতক পাস ভবঘুরেকে চুল দাড়ি কেটে চিকিৎসা! ঘটনা জানলে চোখে জল আসবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল