বছরের প্রায় বেশিরভাগ সময়টি এই পাখি পাহাড়ে পর্যটকদের ঢল নামে। তবে পুরুলিয়ার অন্যান্য পর্যটন কেন্দ্রের তুলনায় পাখি পাহাড়ে পর্যটকে ভিড় জমাচ্ছে তার অন্য একটি কারণও রয়েছে। এই পাখি পাহাড়ে যে সকল ট্যুর গাইডরা রয়েছে তারা বেশির ভাগই মহিলা। স্বনির্ভর গোষ্ঠীর ৪১ জন মহিলারা মিলে ট্যুর গাইডের কাজ করছেন পাখি পাহাড়ে।
advertisement
আরও পড়ুন - Purulia News: বসন্ত উৎসবের আয়োজনের মাঝেও হুহু করে বইছে মারাত্মক গরম হাওয়া, কেমন থাকবে আবহাওয়া
সামান্য টাকা বিনিময় তারা ঘুরিয়ে দেখাচ্ছেন পুরুলিয়ার পাখি পাহাড়। আর এই কারণেই পর্যটকেরা উৎসাহ নিয়ে ছুটে আসছেন পাখি পাহাড়ে। এ বিষয়ে মহিলা ট্যুর গাইডরা জানিয়েছেন , পুরুষের তুলনায় মহিলারা কোন অংশেই কম নয়। তাই পুরুষেরা যে কাজ পারে মহিলারা ও সেই কাজ করতে পারে। এই কাজ করে তারা পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।
পাখি পাহাড়ে ঘুরতে আসার পর্যটকরাও , পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের মহিলাদের এইভাবে এগিয়ে আসতে দেখে খুশি। এই প্রথম পুরুলিয়ার কোন পর্যটন কেন্দ্রে মহিলা ট্যুর গাইড দেখতে পাওয়া গিয়েছে বলে জানান পর্যটকেরা।
Sarmistha Banerjee