প্রায় প্রতিদিনই সকালের দিকে হালকা কুয়াশার আমেজ থাকছে। দুপুরের দিকে বাড়ছে গরমের দাপট। আবারও রাতের বেলায় তাপমাত্রার পারদ বেশ খানিকটা কমছে। পশ্চিমী বায়ুর প্রভাবে আগামী দিনে তাপমাত্রার পারদ আরও বাড়বে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ইতিমধ্যে ৩৫ ডিগ্রি ছুঁয়েছে। রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।
আগামী দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রাজ্যের অন্যান্য জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। তবে দক্ষিন বঙ্গের কয়েকটি জেলা যেমন পুরুলিয়ায় , বাঁকুড়া , ঝাড়গ্ৰামে আগামী ২-৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আভাস দিয়েছে আবহাওয়া দফতর।
বসন্ত উৎসবে মেতেছে গোটা পুরুলিয়া জেলা। পলাশ ফুলের টানে ছুটে এসেছে বহু পর্যটক। তিব্র গরমের মধ্যেও পলাশ উৎসবে মেতেছে জেলার পর্যটন কেন্দ্র গুলি। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে , মঙ্গলবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
মার্চের শুরুতেই তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে পুরুলিয়ায় । আগামী দিনে এই তাপমাত্রার পারদ আরও অনেকখানি বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। হালকা বৃষ্টি সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। বসন্তের পরেই বেশ খানিকটা পরিবর্তিত হবে আবহাওয়া। বঙ্গের পাশাপাশি বিভিন্ন রাজ্যের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এমনকি শিলা বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।