আরও পড়ুন: ‘এতো রাগ কেন? আমরা বিকল্প ব্যবস্থা করব!’ ট্রেন বাতিল ইস্যুতে কটাক্ষ অভিষেকের
গ্রামের মহিলাদের দেখা যায় দলছুট মৃত হাতির চারিপাশে ধূপ জ্বালিয়ে প্রণাম করতে। খবর দেওয়া হয় বন দফতরে। পুরুলিয়ার ঘটনা হলেও সীমান্তবর্তী এলাকা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়খন্ডের বন বিভাগের কর্মীরা ও ঝাড়খণ্ডের তিরুলডি থানার পুলিশ। হাতিটিকে উদ্ধার করে নিয়ে যায় তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দলছুট হাতিটি বেশ কিছুদিন ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল। হঠাৎই সে অসুস্থ হয়ে পড়ে। ঠিকমতো খাওয়া-দাওয়া করছিল না। এলাকাবাসীর অনুমান, অসুস্থতা জনিত কারণেই হাতিটি মারা গিয়ে থাকতে পারে।
advertisement
এই হাতিটি এলাকায় কার্যত ত্রাসের সৃষ্টি করেছিল। তার হামলায় বেশ কিছু ঘরবাড়ি ভেঙে যায়। অত্যাচারের পরিমাণ এতটাই ছিল যে গ্রামবাসীরা তার নাম দিয়েছিল ‘গুজ্জর’। হাতিটির বিশালাকার চেহারা ও লম্বা দাঁত রীতিমত আতঙ্ক ধরাত স্থানীয়দের মনে। তবে তার এই আকস্মিক মৃত্যুতে এলাকাবাসীর মন খারাপ। এদিকে বন বিভাগের পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
শমিষ্ঠা ব্যানার্জি