এককালে সিপিআই অযোধ্যা স্কোয়াডের প্রাক্তন এরিয়া কমিটির কমান্ডার ছিলেন তিনি। তার স্ত্রী তনুজা কুমার। তিনি কেরোয়া গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর আসন থেকে তৃণমূলের প্রার্থী হয়ে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে ছিলেন। নির্বাচনী ফলাফলের পর জানা গিয়েছে তিনি ১৮০ ভোটে জয়লাভ করেছেন।
আরও পড়ুন: নির্দলদের দলে ফেরানো নয়, পঞ্চায়েত ভোটের ফল বেরতেই বড় সিদ্ধান্ত তৃণমূলের
advertisement
আর তাতেই খুশির জোয়ার বইছে ঘাটবেড়া কেরোয়া গ্রামে। জঙ্গলমহলে এই প্রথমবার প্রাক্তন মাওবাদীর স্ত্রী রাজনীতির ময়দানে। স্ত্রীর পঞ্চায়েত ভোটের লড়াইয়ে সর্বদা পাশে থেকেছেন প্রাক্তন মাও এরিয়া কমিটির কমান্ডার নন্দ কুমার।
এ বিষয়ে তনুজা কুমার জানান, এলাকার মানুষদের আশীর্বাদে তিনি জয়লাভ করেছেন। মানুষের উন্নয়নের জন্য সমস্ত কাজ করতে চান তিনি। স্ত্রীর জয়ের আনন্দে খুশি প্রাক্তন মাও এরিয়া কমিটির কমান্ডার নন্দ কুমার। তিনি বলেন, তার স্ত্রী জয় লাভ করায় তিনি খুশি। আগামী দিনে স্ত্রীর পাশে থাকার কথা বলেন তিনি। তনুজা কুমারের জয়ের আনন্দে মাতোয়ারা গোটা গ্রাম।
আরও পড়ুন: বালতি বালতি বোমা উদ্ধার, ভোট গণনার দিনেও মুর্শিদাবাদে সেই হিংসা জারি
মাওবাদী উপদ্রুত এলাকাগুলির মধ্যে অন্যতম ছিল বলরামপুর ব্লকের ঘাটবেড়া কেরোয়া গ্রাম পঞ্চায়েত। এককালে বাংলা-ঝাড়খন্ড পুলিশের ত্রাস ছিল এই নন্দ কুমার। বাংলা-ঝাড়খন্ড মিলিয়ে প্রায় ১৮ টি মামলা রয়েছে তার নামে। বর্তমানে সে সমাজের মূল স্রোতে, এখন তারই স্ত্রী ভোট ময়দানে জয়ী প্রার্থী।
জঙ্গলমহলের রাজনীতির ইতিহাসে বিরল ঘটনা এটি। এককালে জঙ্গলমহলের যে এলাকাগুলিতে শোনা যেত গুলির আওয়াজ , ভারী বুটের শব্দ , ল্যান্ডমাইনের শব্দ । আজ সেখানে শোনা যায় উন্নয়নের কথা। সেই সকল লাল মাটির রাস্তা পরিবর্তিত হয়ে হয়েছে ঝাঁ চকচকে পিচ রাস্তা। গণতন্ত্রের শরিক হতে এগিয়ে আসছেন মাওবাদীরা।
শমিষ্ঠা ব্যানার্জি