WB Panchayat Election 2023: বালতি বালতি বোমা উদ্ধার, ভোট গণনার দিনেও মুর্শিদাবাদে সেই হিংসা জারি

Last Updated:

WB Panchayat Election 2023: দু-বালতি ভর্তি কৌটো ও বোতল বোমা উদ্ধার।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
হরিহরপাড়া: ভোটের গণনার দিন রাতে দু-বালতি ভর্তি বোমা উদ্ধারের ঘটনা চাঞ্চল্য মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। মঙ্গলবার রাতে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মামুদপুর গ্রামে।
জানা যায়, গ্রামের মাঠে একটি পরিত্যক্ত মোটর ঘরের ছাদে দুটি প্লাস্টিকের জার দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারপরই দু-বালতি ভর্তি কৌটো ও বোতল বোমা উদ্ধার করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল পাহারা দিয়ে রয়েছে পুলিশ।
আরও পড়ুন: নির্দলদের দলে ফেরানো নয়, পঞ্চায়েত ভোটের ফল বেরতেই বড় সিদ্ধান্ত তৃণমূলের
বোমগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বম্ব স্কোয়াড কর্মীদের। কে বা কারা কী কারণে বোমা মজুদ করে রেখেছিল ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। রাজ্যে বিরাম নেই বোমা উদ্ধারে। কোনও না কোনও জেলায়, প্রায় প্রত্যেকদিন উদ্ধার করা হচ্ছে একের পর এক তাজা বোমা। কয়েকদিন আগে বীরভূম জেলা থেকে উদ্ধার করা হয় ৩০টি তাজা বোমা।
advertisement
advertisement
আরও পড়ুন: একটা স্বাক্ষর নেই বলে কান্দির দুই বুথের ভোট পুরো বাতিল! কার সই? বিরাট শোরগোল
আর সেই তালিকায় শীর্ষস্থানে নাম রয়েছে মুর্শিদাবাদ জেলার। পঞ্চায়েত ভোটের আগে ও পরে লাগাতার বোমা উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদে। বোমা উদ্ধারের তালিকায় ছিল ডোমকল, সামশেরগঞ্জ, বেলডাঙা, রেজিনগর, সাগরপাড়া, জঙ্গিপুর। এবার সেই তালিকায় ঢুকল হরিহরপাড়া।
রাকিবুল ইসলাম
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
WB Panchayat Election 2023: বালতি বালতি বোমা উদ্ধার, ভোট গণনার দিনেও মুর্শিদাবাদে সেই হিংসা জারি
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement