তাদের মধ্যে থাকছে আদিবাসী পত্রিকা, সংবাদপত্র, সাঁওতালি ভাষার সিলেবাস, পাঁজি, আদিবাসী ধুতি, শাড়ি ও বিভিন্ন সামগ্রী। আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতেই এই মেলার আয়োজন বলে জানান অল ইন্ডিয়া ট্রাইবাল বুক সেলার্স এন্ড পাবলিশার্স ওয়েলফেয়ার ফোরামের জেনারেল সেক্রেটারি কালিপদ হেমরম। মেলা হল এক প্রকার মিলন উৎসব।
আরও পড়ুন: West Bengal Weather Update: বড়দিনে বৃষ্টি! আনন্দ এক্কেবারে মাটি, দোসর তুষারপাত, আবহাওয়ার BIG আপডেট
advertisement
আরও পড়ুন: Jalpaiguri News: পাচারের আগে পুরনো টায়ারের নিচে লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার করল বনদফতরে
লাল মাটির দেশ পুরুলিয়ার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। তাই এই বইমেলা মাধ্যমে আদিবাসী ভাষাভাষী মানুষদের সঙ্গে আরও অনেকখানি যুক্ত হতে পারবে সর্ব ভাষাভাষী মানুষেরা এমনটাই মনে করা হচ্ছে।
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়





