#পুরুলিয়া: শুক্রবার অল ইন্ডিয়া ট্রাইবাল বুক সেলার্স এন্ড পাবলিশার্স ওয়েলফেয়ার ফোরাম ও পুরুলিয়া জেলা ভারত জাকাত মাঝি পারগানা মহলের সহযোগিতায় ১৫ তম আদিবাসী বইমেলা শুরু হয়েছে পুরুলিয়ার চিত্তরঞ্জন হাই স্কুল প্রাঙ্গণে। তিনদিন ব্যাপি এই মেলা চলবে বলে জানা গিয়েছে। ইতিপূর্বেও দেশের বিভিন্ন রাজ্যে এই বইমেলা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এই প্রথমবার পুরুলিয়ায় আদিবাসী বইমেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন এই মেলা বেলা ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। মেলাতে মোট ৩০ টি স্টল রয়েছে।
advertisement
তাদের মধ্যে থাকছে আদিবাসী পত্রিকা, সংবাদপত্র, সাঁওতালি ভাষার সিলেবাস, পাঁজি, আদিবাসী ধুতি, শাড়ি ও বিভিন্ন সামগ্রী। আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতেই এই মেলার আয়োজন বলে জানান অল ইন্ডিয়া ট্রাইবাল বুক সেলার্স এন্ড পাবলিশার্স ওয়েলফেয়ার ফোরামের জেনারেল সেক্রেটারি কালিপদ হেমরম। মেলা হল এক প্রকার মিলন উৎসব।
লাল মাটির দেশ পুরুলিয়ার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। তাই এই বইমেলা মাধ্যমে আদিবাসী ভাষাভাষী মানুষদের সঙ্গে আরও অনেকখানি যুক্ত হতে পারবে সর্ব ভাষাভাষী মানুষেরা এমনটাই মনে করা হচ্ছে।