Jalpaiguri News: পাচারের আগে পুরনো টায়ারের নিচে লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার করল বনদফতরে
Last Updated:
বিভিন্ন গাড়ির পুরোনো টায়ারের নিচে মূল্যবান সেগুন কাঠ পাচার রুখে দিল বন বিভাগের রেঞ্জার।
#জলপাইগুড়ি: বিভিন্ন গাড়ির পুরোনো টায়ারের নিচে মূল্যবান সেগুন কাঠ পাচার রুখে দিলো বন বিভাগের রেঞ্জার। গ্রেফতার দুই বিহারের বাসিন্ধা।শনিবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের পানিকৌরি টোল প্লাজা তে বিশেষ নজরদারি শুরু করে বেলাকোবা বন বিভাগের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে বিশেষ দল।
সূত্রের দেওয়া নির্দিষ্ট একটি বিহার নম্বরের ট্রাক এগিয়ে আসতেই বন দফতরের সঙ্গে থাকা স্বশস্ত্র পুলিশ কর্মীরা পথ আটকে ট্রাক টিকে থামিয়ে তল্লাশি শুরু করে,তল্লাশির শুরুতে ট্রাকের উপরি অংশে পরিত্যাক্ত বিভিন্ন গাড়ির টায়ার পাওয়া যায় প্রথমে। এরপরেই সামনে আসে আসল রহস্য, পুরোনো গাড়ির টায়ার এর নিচ থেকে উদ্ধার হয় বিপুল পরিমান বার্মা সেগুন কাঠ।
advertisement
এই কাঠ পাচারের অভিযোগে ট্রাকের দুই ব্যাক্তিকে গ্রেফতার করে বন দফতরে,আগামীকাল ধৃতদের জলপাইগুড়ি সি জে এম কোর্টে পেস করা হবে জানিয়েছেন, রেঞ্জার সঞ্জয় দত্ত।
advertisement
আরও পড়ুন: West Bengal Weather Update: বড়দিনে বৃষ্টি! আনন্দ এক্কেবারে মাটি, দোসর তুষারপাত, আবহাওয়ার BIG আপডেট
আরও পড়ুন: West Midnapore News: এ এক অন্য শিক্ষক! মাইক হাতে বাল্যবিবাহ রোধে গ্রামে গ্রামে ঘুরে জন সচেতনতা স্কুলের প্রধান শিক্ষকের
প্রসঙ্গত দেখা যাচ্ছে জলপাইগুড়ি বেলাকোবা রেঞ্জ ৩১নং জাতীয় সড়কের মধ্যে দিয়ে দিয়ে বাড়ে বাড়ে পাচারের ছক ভেস্তে দিচ্ছে বন দফতর কখন কয়লার বস্তা নিচে এবং কুমরো নীচে কাঠ পাচার এবার পরিত্যক্ত গাড়ি টায়ারনিচে এবার লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার ।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
First Published :
December 24, 2022 9:50 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: পাচারের আগে পুরনো টায়ারের নিচে লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার করল বনদফতরে