West Midnapore News: এ এক অন্য শিক্ষক! মাইক হাতে বাল্যবিবাহ রোধে গ্রামে গ্রামে ঘুরে জন সচেতনতা স্কুলের প্রধান শিক্ষকের
Last Updated:
স্কুল ছুটির পর প্রতিনিয়ত স্কুলের ছাত্রছাত্রীরা যে সমস্ত গ্রাম থেকে আসে সেই সমস্ত গ্রামের পৌঁছেছেন প্রচার করতে।
#পশ্চিম মেদিনীপুর: বেশ কয়েক মাস ধরে তিনি একাই এমন কাজ করে চলেছেন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ দত্ত, স্কুল ছুটির পর হাতে মাইক নিয়ে গ্রামে গ্রামে ঘুরে প্রচার করছেন। বর্তমানে সাথে পেয়েছেন দুই জন পার্শ্ব শিক্ষক ও কয়েকজন ছাত্রকে।
প্রধান শিক্ষকের মূল লক্ষ্য তার স্কুল এলাকার পাশাপাশি গ্রামগুলি থেকে বাল্যবিবাহ বন্ধ করতে হবে, গ্রামের মানুষকে সচেতন করতে হবে। তাই বেশ কয়েক মাস আগেই নিজের পয়সা থেকে একটি হাত মাইক কিনে কাঁধে মাইক নিয়ে স্কুল ছুটির পর বেরিয়ে পড়ছেন পাড়ায় পাড়ায়।বর্তমানে প্রধান শিক্ষকের এই উদ্যোগ দেখে পাশে দাঁড়িয়েছেন দুজন পার্শ্ব শিক্ষিক, কয়েকজন স্কুলের ছাত্র ছাত্রী। স্কুল ছুটির পর প্রতিনিয়ত স্কুলের ছাত্রছাত্রীরা যে সমস্ত গ্রাম থেকে আসে সেই সমস্ত গ্রামের পৌঁছেছেন প্রচার করতে।
advertisement
আরও পড়ুন: West Bengal Weather Update: বড়দিনে বৃষ্টি! আনন্দ এক্কেবারে মাটি, দোসর তুষারপাত, আবহাওয়ার BIG আপডেট
কিন্তু কেন এই উদ্যোগ ? জানা যায়, সুভাষ বাবুর স্কুলেই এক বছরে ৫৫ জন পড়ুয়া ড্রপ আউট হয়েছে, স্কুল পড়ুয়া সংখ্যা হঠাৎ করেই কমে গিয়েছে, তার মধ্যে ২৭ জন ছাত্রী রয়েছে, তার মধ্যে অধিকাংশ ছাত্রী অল্প বয়সে বিয়ের পিঁড়িতেও বসেছে। গ্রামে রয়েছে সচেতনতার অভাব তাই প্রতিনিয়ত হচ্ছে বাল্যবিবাহ।
advertisement
advertisement
আরও পড়ুন: Sabyasachi Chowdhury: ঐন্দ্রিলার প্রয়াণ, ঘুরেছে মাস, সব্যসাচীর ভক্তদের জন্য বিশাল খবর, নতুন বছরে পাবেন সুখবর!
বাল্যবিবাহ রোধে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় প্রতিনিয়ত সচেতনতা প্রচার চালাচ্ছেন প্রধান শিক্ষক। বাড়ি বাড়ি পৌঁছে অভিভাবকদের বোঝাচ্ছেন তিনি। শুধু তাই নয় যে সমস্ত ছেলেরা স্কুল বন্ধ করে অন্য কাজে কর্মরত হয়েছে, তাদেরও স্কুলে ফিরিয়ে আনার উদ্যোগও নিচ্ছেন এই প্রধান শিক্ষক। একজন স্কুলের প্রধান শিক্ষকের এই ধরনের উদ্যোগে কিছুটা হলেও হতবাক গ্রামের মানুষজন।
advertisement
Partha Mukherjee
view commentsLocation :
First Published :
December 24, 2022 9:29 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: এ এক অন্য শিক্ষক! মাইক হাতে বাল্যবিবাহ রোধে গ্রামে গ্রামে ঘুরে জন সচেতনতা স্কুলের প্রধান শিক্ষকের