এই সমস্যার কথা বারংবার কন্ট্রাক্টার ও শ্রম আধিকারিক , পিপিএসপি আধিকারিকের কাছে জানানো হলেও কোন সূরাহা মেলেনি বলে অভিযোগ অস্থায়ী কর্মীদের। এই ধর্মঘট আগামী তিনদিন ব্যাপী চলবে বলে জানান তারা। পাশাপাশি তারা এও বলেন , তাদের দাবি মানা না হলে আগামী দিনে কর্ম বিরতির ডাক দিয়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। দ্রুত তাদের সমস্যার সমাধান কর্তৃপক্ষ করুক এমনটাই আশা রাখছেন তারা ।
advertisement
বাঘমুনডি পিপিএসপিতে বিভিন্ন কন্টাক্ট এর মাধ্যমে নিযুক্ত হওয়া ইলেকট্রিক্যাল , মেনটেনেন্স , সুপারভাইজার , ড্রাইভার-সহ আরও বিভিন্ন বিভাগের কর্মরত অস্থায়ী কর্মীরা, দীর্ঘদিন ধরে নানান সমস্যার মধ্যে রয়েছেন। বারংবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও তাদের সমস্যা সমাধান হয়নি। অবশেষে কোনও উপায় না পেয়ে তারা অবস্থান-বিক্ষোভের পথ বেছে নেন । বাগমুন্ডি পিপিএসপি অফিসের অস্থায়ী কর্মীদের বিক্ষোভের ফলে অফিসের কাজে নানান সমস্যার সৃষ্টি হয় ।
শর্মিষ্ঠা ব্যানার্জি