আরও পড়ুন: কে দেবে কিডনি? ছেলের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে কাতর আর্তি অসহায় মা-বাবার
সাধারণত শিক্ষক দিবসে দেখা যায় পড়ুয়ারা নানান রকম উপহার, ফুল নিয়ে স্কুলে হাজির হয় প্রিয় শিক্ষককে দেবে বলে। তবে পুরুলিয়ার এক বেসরকারি স্কুলে দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। শিক্ষক দিবস উপলক্ষে ওই স্কুলের দেওয়ালে টাঙানো হয়েছে একটি পোস্টার। যাতে লেখা আছে, শিক্ষকদের জন্য কোনরকম উপহার আনা যাবে না!
advertisement
এমন নির্দেশের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওই বেসরকারি স্কুলের কর্ণধার সুদিন অধিকারী বলেন, স্কুলের ছাত্র-ছাত্রীদের বলা হয়েছে তাদের বাড়ির টবে থাকা ফুল আনতে। সেই ফুল ড: সর্বপল্লী রাধাকৃষ্ণণের ছবিতে তারা অর্পণ করবে। তিনি আরও বলেন, উপহার আর্থিক বৈষম্য প্রকাশ করে। ছোট ছোট শিশুদের মধ্যে যাতে এই বৈষম্যের প্রভাব না পড়ে তার জন্যই শিক্ষক দিবসের দিন স্কুলে উপহার আনতে বারণ করা হয়েছে। ওই বেসরকারি স্কুলের এমন পদক্ষেপের প্রশংসা করেছেন শিক্ষাবিদদের একাংশ
শমিষ্ঠা ব্যানার্জি