Dakshin Dinajpur News: কে দেবে কিডনি? ছেলের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে কাতর আর্তি অসহায় মা-বাবার

Last Updated:

দুটি কিডনিই অকেজো হয়ে গিয়েছে বালুরঘাটের সুমন দে'র।ছেলেকে বাঁচাতে অন্তত একটি কিডনি ভিক্ষা চাইছেন অসহায় মা-বাবা

+
title=

দক্ষিণ দিনাজপুর: চোখে অনেক স্বপ্ন। পড়াশোনা শেষ করে সরকারি চাকরি করবে৷ বাবা-মাকে নিয়ে একটু সুখে বাঁচার স্বপ্ন। কিন্তু বালুরঘাটের সুমন দে’র সেই স্বপ্ন আদৌ পূরণ আদৌ হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়৷ ২৪ বছরের এই যুবকের দুটো কিডনিই বিকল হয়ে গিয়েছে। চিকিৎসক দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। তাই সব স্বপ্ন তুলে রেখে ছেলেকে বাঁচাতে এখন দুয়ারে দুয়ারে ঘুরছেন অসহায় মা-বাবা।
বালুরঘাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বাড়ি সুমন দে’র। ২০২০ সালে স্নাতক হন। আপাতত টিউশনি করিয়ে সামান্য কিছু টাকা রোজগার করেন। লক্ষ্য সরকারি চাকরি পাওয়া। কিন্তু বন্ধু-বান্ধবরা যখন খেলাধুলো, ঘোরাফেরা করছে তখন সুমন বিধৃত হয়েছেন নিজেকে প্রায় এক ঘরে করে নিতে। দুই কিডনি অকেজো হয়ে পড়ায় তাঁর গোটা জীবনটাই বদলে গিয়েছে।
advertisement
advertisement
২০২১ সালের মাঝামাঝি হঠাৎ গোটা জগৎটাই বদলে যায় এই যুবকের। ধরা পড়ে কিডনির অসুখ৷ প্রবল রক্তচাপ থেকে কিডনি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। কিডনির অবস্থা খারাপ জানতে পেরে ছেলেকে নিয়ে বেঙ্গালুরুতে চিকিৎসা করতে চলে যান বাবা সুশান্ত দে। সেখানে চিকিৎসকরা সবরকম পরীক্ষা-নিরীক্ষার পর জানান, সুমনের দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছে৷ ফলে অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করাতেই হবে, না হলে চিকিৎসা সম্ভব নয়।
advertisement
এরপর সুমন দে’র সরকারি চাকরি পাওয়ার লড়াই বদলে গিয়ে বেঁচে থাকার লড়াইয়ে পরিণত হয়। ঘরের মধ্যেই আবদ্ধ করে নিয়েছেন নিজেকে৷ সপ্তাহে একদিন রবিবার পাড়াতেই একটু ঘোরাফেরা করেন। বাকি ছয় দিন বাড়ি থেকে বের হন না। বাইরের কোনও খাবার খাওয়া বারণ। বর্তমানে সবকিছু নিয়ম মেনে চলতে হয়। জলও মেপে খেতে হয়। বর্তমানে ক্রিয়েটিনিন ১৩ পেরিয়ে গেছে৷
advertisement
এদিকে পানের দোকান করে কোনরকমে সংসার চালান সুমনের বাবা সুশান্ত দে। ছেলের চিকিৎসা করাতে গিয়ে সঞ্চয়ের সব টাকা শেষ হয়ে গেছে। বাবা-মায়ের কাতর আবেদন, ছেলের জীবন বাঁচাতে কোনও সহৃদয় ব্যক্তি এগিয়ে আসুন। আর্থিক সহায়তার পাশাপাশি তাঁদের ছেলেকে একটা কিডনি দান করুক। এই আবেদন নিয়ে বালুরঘাট শহরে দুয়ারে দুয়ারে ঘুরছে অসহায় পরিবার।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: কে দেবে কিডনি? ছেলের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে কাতর আর্তি অসহায় মা-বাবার
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement