শনিবার পুরুলিয়া সফরে আসেন তিনি। পুরুলিয়া এসেই তিনি পৌঁছে যান পুরুলিয়া জেলা আদালতে। প্রথমেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সংবর্ধিত করেন আদালতের অন্যান্য বিচারপতিরা। তার পরেই তিনি ঘুরে দেখেন গোটা আদালত চত্বর। পাশাপাশি উদ্বোধন করেন, একটি ওয়াটার পিউরিফায়ারের।
আরও পড়ুন: বাবা কে? খুঁজতে DNA পরীক্ষার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
advertisement
এ দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে বহু উৎসাহী মানুষ ছুটে আসেন পুরুলিয়া জেলা আদালতে। তাঁদের মধ্যেই একজন ঝুমু কর্মকার। পুরুলিয়া শহরেরই বাসিন্দা তিনি। পেশায় একজন স্কুল শিক্ষিকা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটিবার চোখের দেখা দেখতে, স্কুলের সিএল জমা করে ছুটে আসেন পুরুলিয়া জেলা আদালতে। বিচারপতিকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। তিনি বলেন , বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরাট বড় ভক্ত তিনি। তাঁর ন্যায় বিচারের বহু কথা টিভির পর্দায় তিনি শুনেছেন। তাই তাঁকে দেখতেই তিনি এসেছেন।
আরও পড়ুন: তিহাড়ে যেতেই হচ্ছে অনুব্রতকে, আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট! উল্টে ১ লক্ষ টাকা জরিমানা
এ বিষয়ে নির্মলা কর্মকার বলেন, এতদিন পর্যন্ত টিভির পর্দায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে পেয়েছেন। তিনি এত বড় একজন সম্মানীয় বিচারক, তাই তাঁকে দেখা বড়ই ভাগ্যের ব্যাপার। তাই তাঁকে দেখতেই তিনি ছুটে এসেছেন।
বিচারপতিরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের কর্মজীবনে বেশ কিছু উল্লেখযোগ্য রায় দান করেছেন। গোটা বঙ্গবাসীর আবেগ জড়িয়ে থাকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে। তাই তাঁর পুরুলিয়ায় আসা জেলাবাসীর মনে এক আলাদাই আনন্দ উচ্ছ্বাসের জোয়ার বয়ে এনেছে। শনিবার তিনি অযোধ্যায় রাত্রিযাপন করতে পারেন, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়