১৯৬৮ সালের ১০ জানুয়ারি জন্ম হয় তার। বাঁকুড়া জেলার সিমলিপাল থানার অন্তর্গত পারশোলা গ্রামের বাসিন্দা তিনি। তাঁর বাবা পেশায় শিক্ষক ও মা গৃহবধূ। ছোটবেলা থেকেই বাঁকুড়া জেলাতে তার বড় হয়ে ওঠা। বাঁকুড়া জেলা স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস করে , বাঁকুড়ার খ্রিস্টান কলেজ থেকে স্নাতক হন তিনি। তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর নিয়ে পড়াশোনা করেন। ধীরে ধীরে শিক্ষকতা জীবনে তাঁর পা রাখা। বর্তমানে তিনি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের প্রোক্টর এবং গণিত বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। দীর্ঘ ৩৪ বছর ধরে তিনি তার শিক্ষকতা জীবনে রামকৃষ্ণ মিশনের বহু গুরুদায়িত্ব পালন করেছেন।
advertisement
আরও পড়ুন – Biryani news: ভাইরাল বিরিয়ানির খবর পেয়েছেন, মাত্র ৫০ টাকায় দু’পিস চিকেন দেওয়া বিরিয়ানি, এটাই সত্যি
শিক্ষকতার পাশাপাশি তিনি বেশ কিছু বই প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত বইগুলির মধ্যে অন্যতম খেয়ালি খাম , শূন্য থেকে শুরু , বিজ্ঞানীদের ইস্কুলবেলা , এক ঈশ্বর প্রশ্ন অনেক , ভীতুদের জন্য নয় , চার চার চুয়াল্লিশ। তাঁর সম্পাদিত বইগুলি হল তারুণ্যের প্রতিধ্বনি , রাত্রিশেষের নতুন সূর্যালোক , করোনাকালের কবিতা , শত ছড়ায় সত্যজিৎ। তিনি তাঁর জীবনে সাহিত্য কর্মের জন্য পেয়েছেন বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার এবং সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতি পুরস্কার।
আরও পড়ুন – Chandrayaan 3: ধাঁইধাঁই করে নামবে চাঁদের তাপমাত্রা -২০০ ডিগ্রি সেলসিয়াসে, কেন স্লিপমোডে চন্দ্রযান ৩
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পেয়েছেন ‘ইন্টারন্যাশনাল এডুকেশন আইকন অ্যাওয়ার্ড’ এবং ‘ভারতজ্যোতি শিক্ষারত্ন’ পুরস্কার। এছাড়াও বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় , ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে গবেষকমুলক প্রবন্ধ উপস্থাপন করেছেন।
শিক্ষকতা ও সাহিত্য ছাড়াও তার ভাললাগার জায়গা ক্রিকেট , ফুটবল , নাটক এবং ক্যুইজ। বরাবরই তিনি নিজেকে কঠোর নিয়ম নিষ্ঠার মধ্যে আবদ্ধ রেখে নিজের লক্ষ্যে এগিয়ে চলেন। ছাত্রদের বড়ই প্রিয় শিক্ষক তিনি। তার এই সম্মানে গর্বিত গোটা রামকৃষ্ণ মিশন। আনন্দ ও উৎসাহের সঞ্চার ঘটেছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের অন্দরে।
Sharmistha Banerjee