Biryani news: ভাইরাল বিরিয়ানির খবর পেয়েছেন, মাত্র ৫০ টাকায় দু'পিস চিকেন দেওয়া বিরিয়ানি, এটাই সত্যি

Last Updated:

Viral Biryani: এ যেন দামে কম, মানে ভাল! মাত্র ৫০ টাকায় দু'পিস চিকেন দিয়ে বিরিয়ানি মিলছে কোচবিহারে

+
৫০

৫০ টাকায় চিকেন বিরিয়ানি কোচবিহারে!

কোচবিহার: বিরিয়ানি খেতে সকল মানুষই দারুণ পছন্দ করে থাকেন। তবে এই বিরিয়ানি কিন্তু একটা সময় বাঙালিদের খাদ্য ছিল না। যদিও বর্তমান সময়ে বাঙালি সমাজেও এই খাবারের প্রচলন বহুল পরিমাণে দেখতে পাওয়া যায়। তবে কোচবিহারের এই সকল বিরিয়ানি লাভারদের জন্য পুজোর আগেই এক বিরাট চমক নিয়ে খুলে গিয়েছে নতুন একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট নিয়ে এসেছে বাহারি বিরিয়ানির স্বাদ কোচবিহারের মানুষদের জন্য।
এই বিরিয়ানির দোকানে আকর্ষণীয় অফারে মাত্র ৫০ টাকা প্রতি প্লেট মূল্যে পাওয়া যাচ্ছে চিকেন বিরিয়ানি। মূলত দুর্গা পুজোর ঠিক আগেই এই ধরণের অভিনব দামে বিরিয়ানি বিক্রি শুরু করা দারুন সাড়া ফেলেছে গোটা কোচবিহারে।
advertisement
বিরিয়ানির দোকানের মালিক প্রবীর সরকার জানান যে কিছুদিন আগে তাঁদের এই দোকানের শুভ আরম্ভ করা হয়েছে কোচবিহার নতুন বাজার এলাকায়। নতুন বাজার এলাকায় কনিষ্ক টাওয়ার হোটেলের নিচেই তাঁদের দোকান। কোচবিহারে সর্বপ্রথম তাঁদের এই দোকানেই ৫০ টাকায় বিরিয়ানি দিচ্ছেন তাঁরা। তাই এই দোকানের চাহিদা সকলের মাঝে বাড়াতে শুরু করেছে ইতিমধ্যেই।
advertisement
দুর্গা পুজোর আগে শুরু করার ফলে এই দামে বিরিয়ানি বেশ সাড়া ফেলেছে বিরিয়ানি প্রেমীদের মাঝে। কোচবিহারের এখানে প্রথম ৫০ টাকায় বিরিয়ানি খেতে পারবেন সকলেই। আকর্ষণীয় এই দামে বিরিয়ানির স্বাদ নিতে ইতিমধ্যেই প্রচুর মানুষ ভিড় জমাতে শুরু করেছেন এই দোকানের মধ্যে। বিরিয়ানির একটি প্লেটে ভাতের সঙ্গে মোট দুই পিস চিকেন ও এক পিস আলু দিয়ে পরিবেশ করা হচ্ছে। যা একজনের পেট ভরে যাওয়ার জন্য যথেষ্ট মনে করছেন খাদ্যরসিক মানুষজন৷
advertisement
জেলা শহর কোচবিহার জুড়ে বহু বিরিয়ানির দোকান রয়েছে। তবে এই বিরিয়ানির দোকানের জনপ্রিয়তা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। এই জনপ্রিয়তা বাড়ার মূল কারণ স্বাদে, গুনে এবং গন্ধে ভরপুর এই বিরিয়ানি যে কোন মানুষের মন ছুঁয়ে যাবে খুব সহজেই। বিরিয়ানির দোকানের একজন গ্রাহক হজরত আলি জানান, “কাজে বেরোনোর পর প্রতিদিন দুপুরে তিনি খাওয়ায় খেতে তিনি বিভিন্ন খাবার দোকানে গিয়ে খাই,  তবে নতুন শুরু হওয়া এই বিরিয়ানির দোকানের আকর্ষণীয় অফারটির বিষয় শুনেই এই দোকানে খেতে এসেছি৷ এই দোকানের বিরিয়ানির স্বাদ অনেকটাই বেশি ভাল৷’’ তাঁর আরও মত খাবারের স্বাদ ছাড়াও এছাড়া দামও রয়েছে একেবারে সকলের সাধ্যের মধ্যে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Biryani news: ভাইরাল বিরিয়ানির খবর পেয়েছেন, মাত্র ৫০ টাকায় দু'পিস চিকেন দেওয়া বিরিয়ানি, এটাই সত্যি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement