TRENDING:

Purulia News: জীবিত মানুষ সরকারি খাতায় মৃত, বন্ধ বৃদ্ধার বার্ধক্য ভাতা, অবাক কাণ্ড পুরুলিয়ায়

Last Updated:

Purulia News: এ যেন এক অবাক কাণ্ড। জীবিত মানুষ সরকারি খাতায় মৃত। ‌ শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনা সত্যি। ‌পুরুলিয়ার ঝালদা ২ নম্বর ব্লকের বামনিয়া ব্যালাডি গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: এ যেন এক অবাক কাণ্ড। জীবিত মানুষ সরকারি খাতায় মৃত। ‌ শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনা সত্যি। ‌পুরুলিয়ার ঝালদা ২ নম্বর ব্লকের বামনিয়া ব্যালাডি গ্রাম পঞ্চায়েতের অধীনে বসবাসকারী ৭৬ বছর বয়সী বৃদ্ধা জিত্নি কুমার। বর্তমানে তিনি জীবিত। কিন্তু সরকারিভাবে তাকে মৃত দেখিয়ে বন্ধ করে দেয়া হয়েছে তার বার্ধক্য ভাতা। এমনটাই অভিযোগ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে।এই বিষয়ে সরব হয়ে জেলাশাসকের দ্বারস্থ হন ৭৬ বছর বয়সী ওই বৃদ্ধা।
advertisement

প্রসঙ্গত, ২০১৫ সালে জিত্নী কুমারের স্বামীর মৃত্যু হয়। তারপর থেকেই নাতির সংসারে তিনি রয়েছেন। ২০১৩ সাল থেকে তিনি বার্ধক্য ভাতা পাচ্ছেন। কিন্তু গত ফেব্রুয়ারি মাস থেকে হঠাৎই সেই ভাতা বন্ধ করে দেওয়া হয়। এরপর খোঁজ নিয়ে বৃদ্ধা ঝালদা ২ নম্বর ব্লকের বিডিও অফিসের দারস্থ হলে তিনি জানতে পারেন গ্রাম পঞ্চায়েত থেকে তাকে মৃত হিসেবে রিপোর্ট দেওয়া হয়েছে। পুনরায় তার বার্ধক্য ভাতা চালু করার আবেদন জানিয়েছেন বৃদ্ধা।

advertisement

ওই বৃদ্ধার নাতি ধরম কুমারের অভিযোগ, জিত্নি কুমারের এই বার্ধক্য ভাতা ২০১৩ সালের আগে গ্রামের একই নামে থাকা অন্য এক ব্যক্তি পাচ্ছিল। সেই সময় লিখিত ভাবে অভিযোগ জানানোর পর জিত্নি কুমার বার্ধক্য ভাতা পেতে শুরু করেন। বৃদ্ধাকে মৃত রিপোর্ট দেওয়ার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন তার নাতি। পাশাপাশি তিনি এও জানিয়েছেন জেলা শাসকের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে পঞ্চায়েত ভোটের পরে বৃদ্ধার বার্ধক্য ভাতা পুনরায় চালু করার ব্যবস্থা করা হবে।

advertisement

আরও পড়ুনঃ Viral Video: অবিকল মানুষের মত কথা বলা শালিক পাখি, শিস দেয় শাঁখও বাজায়, ভাইরাল ভিডিও, না দেখলেই মিস

এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য গুরুচরণ কুমার জানান,’বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পুনরায় যাতে ঐ বৃদ্ধার পেনশন চালু করা হয় সে বিষয়ে চেষ্টা করা হবে।’ হঠাৎই বার্ধক্য ভাতার টাকা বন্ধ হয়ে যাওয়ায় অনেকটাই সমস্যার মধ্যে পড়েছেন ৭৬ বছর বয়সী জিত্নী কুমার। কবে পুনরায় তার বার্ধক্য ভাতা চালু হবে সেই দিনের আশায় দিন গুনছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: জীবিত মানুষ সরকারি খাতায় মৃত, বন্ধ বৃদ্ধার বার্ধক্য ভাতা, অবাক কাণ্ড পুরুলিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল