আরও পড়ুন: দাদু-নাতনি দু’জনেই যাচ্ছিল আত্মীয়ের বাড়ি, কিন্তু পথেই যা হল!
মহাত্মা গান্ধির ১৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২১ সালে ঝালদার বিরসা মোড়ের কাছে মাস্টার কলোনিতে প্রবেশের মুখে মহাত্মা গান্ধির এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল। ঝালদা পুরসভা নিজেদের অর্থ খরচ করেই মূর্তিটি বসিয়েছিল। সেই সময় মূর্তিটি উন্মোচন করেছিলেন জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির তৎকালীন কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া। কিন্তু তা দু’বছর পূর্ণ হওয়ার আগেই ভেঙে পড়ায় পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে জাতির জনকের এই মূর্তিটির কাঠামোর একাংশ ধসে পড়ে, মূর্তিটি সামনের দিকে ঝুঁকে যায়। এই দৃশ্য দেখেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, মূর্তির নিচের অংশ ঢালাই না করেই দুর্বল কাঠামোর উপর সেটি স্থাপন করা হয়েছিল। সেই কারণেই এই বিপত্তি ঘটেছে। এই প্রসঙ্গে ঝালদা পুরসভার পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায়ের বলেন, স্থানীয়দের অভিযোগ পাওয়া মাত্রই মূর্তি মেরামতের কাজ শুরু হয়েছে। আগের পুরবোর্ড কীভাবে কাজ করেছিল ঠিক জানা নেই। যত দ্রুত সম্ভব মূর্তিটি ভালভাবে পুনরায় স্থাপন করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
শমিষ্ঠা ব্যানার্জি