TRENDING:

Purulia News: পুরুলিয়ার দেবেন মাহাত হাসপাতালের কিছু বিভাগ স্থানান্তরিত হল হাতায়ারা সুপার স্পেশালিটিতে

Last Updated:

রোগীদের অতিরিক্ত ভিড় সামলাতে পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালের গুরুত্বপূর্ণ কিছু বিভাগ স্থানান্তরিত হল হাতায়ারা সুপার স্পেশালিটি হাসপাতালে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: পুরুলিয়ার মানুষদের চিকিৎসার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হাসপাতাল হল দেবেন মাহাত সদর হাসপাতাল। শুধু পুরুলিয়ার বাসিন্দারা নয়, ভিন জেলা থেকেও বহু মানুষ এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। বহু মুমূর্ষ রোগী প্রাণে বেঁচে ফেরেন এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে চিকিৎসা করি। সেই দেবেন মাহাত সদর হাসপাতালের আরও একটি ইউনিট চালু হয়েছে হাতোয়ারায়। যা হাতোয়ারা সুপার সুপার স্পেশালিটি হাসপাতাল নামেই পরিচিত।
advertisement

১৩ ফেব্রুয়ারি থেকে পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালের আরও বেশ কয়েকটি ওয়ার্ড স্থানান্তরিত হয়েছে হাতোয়ারা নির্মীয়মান সুপার স্পেশালিটি হাসপাতালে। এই বিষয়ে পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালের এমএসভিপি সুকোমল বিশয় বলেন, প্রতিদিন পুরুলিয়া সদর হাসপাতালে ৮০০ থেকে ৯০০ রোগী চিকিৎসা করানোর জন্য আসেন। এই হাসপাতালে দীর্ঘদিন ধরে সমস্ত রোগের চিকিৎসা হচ্ছে। কিন্তু বর্তমানে হাতোয়ারা নির্মীয়মান সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে। ইতিপূর্বেই ডেন্টাল, আই, ডার্মাটোলজির মত বিভাগ হাতোয়ারায় স্থানান্তরিত করা হয়েছিল রোগীদের উন্নতমানের চিকিৎসা দেওয়ার জন্য। সোমবার থেকে ইএনটি, অর্থোপেডিক, স্পেশাল প্ল্যান্ড সার্জারির মত বিভাগগুলিকে স্থানান্তরিত করা হল। আগামী দিনে আরও অন্য কিছু পরিকল্পনা নেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: উৎপাদনের খরচ থেকে পাইকারি দর কম! লোকসানের বোঝা কমাতে ক্ষেতেই বাঁধাকপির উপর ট্রাক্টর চালিয়ে দিলেন কৃষক

দেবেন মাহাত সদর হাসপাতালে অতিরিক্ত ভিড়ের কারণে রোগীদের চিকিৎসায় বিলম্ব হত। তাই রোগীদের চিকিৎসার সুবিধার্থেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: পুরুলিয়ার দেবেন মাহাত হাসপাতালের কিছু বিভাগ স্থানান্তরিত হল হাতায়ারা সুপার স্পেশালিটিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল