প্রসঙ্গত, শুক্রবার বিকেলে হুড়া জজডি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পর নিজের সমস্ত কাজ সম্পন্ন করে সন্ধ্যার সময় বিদ্যালয়ে লাগোয়া জঙ্গলে দিকে ঘোরাফেরা করছিলেন তিনি। সেই সময়ই একটি বিষধর সাপ তার পায়ের ছোবল মারে। তড়িঘড়ি বুথের অন্যান্য ভোট কর্মীরা খবর দেন হুড়ার সেক্টর অফিসে। ঘটনার খবর জানতে পেরেই সেক্টর অফিসাররা ওই বুথে এসে সুদীপ ঘোষালকে গাড়িতে করে নিয়ে গিয়ে হুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে দেন।
advertisement
আরও পড়ুনঃ ভোটের সকালে শিরোনামে খড়গ্রাম, ঘুম থেকে তুলে খুন তৃণমূল কর্মী, ডোমকলে চলল এলোপাথারি গুলি
আরও পড়ুনঃ মালদহে নিহত তৃণমূল কর্মী, বিজেপির পোলিং এজেন্টকে পিটিয়ে খুন কোচবিহারে
হাসপাতাল থেকে তাঁকে অ্যান্টিভেনাম দেওয়া হয়। এ বিষয়ে ঘোড়ার ভিডিও তথা রিটার্নিং অফিসার ধ্রুবাঙ্কু ঠাকুর বলেন, সাপের ছোবলে এক ভোট কর্মী জখম হয়েছে। তিনি বর্তমানে হুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। ভোট কর্মীর এ হেন অবস্থার কারণে ওই বুথে রিসার্ভে থাকা এক ভোট কর্মীকে পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকেই আতঙ্কিত বাকি ভোট কর্মীরা। যদিও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত ওই ভোট কর্মীর ডান পায়ে সাপে কামড়েছে। বর্তমানে আহত ভোট কর্মী সুদীপ ঘোষালের অবস্থা স্থিতিশীল। অবসারভেশনের জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছে।
শমিষ্ঠা ব্যানার্জি