আরও পড়ুন: রোগী পরিষেবায় কেন্দ্রের বড় সার্টিফিকেট আসানসোল হাসপাতালকে
স্থানীয় সূত্রে খবর, প্রথম বছর সেতু তৈরির কাজ অনেকটাই এগিয়েছিল। কিন্তু মাঝপথে হঠাৎই থমকে যায় নির্মাণ কাজ। তারপর আর কাজে এগোয়নি। এর ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন জয়পুর ও বলরামপুর বিধানসভার প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ। অত্যন্ত কষ্ট করে তাঁদের প্রতিদিন যাতায়াত করতে হয়। বর্ষার সময় বাঁশের অস্থায়ী সেতুর উপর দিয়ে পারাপার করতে হওয়াটা অত্যন্ত কঠিন। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়েই এইভাবে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
গ্রামবাসীদের অভিযোগ, সেতুর কাজ থমকে যাওয়ার বিষয়টি বারবার শান্তিরাম মাহাত’কে জানালেও কাজের কাজ কিছু হয়নি। সম্প্রতি তাঁরা বিষয়টি পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা ও জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের কাছে তিন হাজারেরও বেশি মানুষের গণ স্বাক্ষর সহ জানান।
এই বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, পানীয় জলের সমস্যা সমাধান করার জন্য সেই সময় ওই সেতুর নির্মাণ কাজ থামিয়ে দেওয়া হয়েছিল। পুনরায় সেটি চালু করার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
শমিষ্ঠা ব্যানার্জি