পরবর্তীতে গত ২১ শে অক্টোবর বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে রাজ্যস্তরে প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরার সেরা শিরপা পায় বারি শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা। এই প্রতিযোগিতায় মোট ১৩ টি বিদ্যালয় অংশ নিয়েছিল তাদের মধ্যে থেকে পুরুলিয়ার জেলার ছয় ভুমিপুত্র জয়ের মুকুট ছিনিয়ে নেয়। আগামী ছয় থেকে নয় ডিসেম্বর পর্যন্ত দিল্লির এন সি ই আর টি অরবিন্দ মার্গে ন্যাশনাল ফোক ডান্স প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে চলেছে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের এই ছয় জন পড়ুয়া।
advertisement
আরও পড়ুনঃ বিশ্ব এডস দিবসে সচেতনতার প্রচার পুরুলিয়ায়
তারা হলেন রানা প্রতাপ মাঝি, সন্তোষ মাহাত, অপূর্ব মাহাত, সুনীল মাঝি, অজিত কর্মকার ও নিশীথ মাঝি। দিল্লিতেও ভালো ফল করার আশা রাখছেন তারা। ছাত্রদের এহেনও সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবকেরা। আগামী দিনে পুরুলিয়ার নাম বিশ্বের দরবারে পৌঁছে দেবে এই ছাত্ররা বলে আশা রাখছেন পুরুলিয়ার বাসিন্দারা।
Sharmistha Banerjee Bairagi