আরও পড়ুন: ৩০০ কিলোমিটার জুড়ে ছড়ানো হবে ২ লক্ষ বীজ
জল বাঁচানোর জন্য জীবন শৈলীতে পরিবর্তন ও ভৌমজল সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে অভিনব উদ্যোগ। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক শনিবার পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে জেলার বেশ কয়েকটি স্কুলের পড়ুয়াদের নিয়ে একটি জনসংযোগ কর্মসূচি আয়োজন করে। সেখানে বিজ্ঞানী ডি সুজিত সরকার বলেন, দিন দিন পরিবশের খামখেয়ালির জেরে বৃষ্টি কমে যাচ্ছে। এর ফলে ভৌমজলের স্থর নেমে যাচ্ছে। যার ফলে পানীয় জলের সঙ্কট দেখা দিচ্ছে। বৃষ্টির ঘাটতির জেরে জেলায় এখনও চাষের কাজ শুরু করতে পারেননি চাষিরা । তাই জল অপচয় বন্ধ ও ভৌমজল সংরক্ষণের বিষয়ে নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
advertisement
এই উপলক্ষে শনিবার জেলার পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ কম্পিটিশন ও ছোটোদের নাটকের মধ্য দিয়ে জল সংরক্ষণের বার্তা দেওয়া হয়। বহু বিশিষ্ট মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকলেরই আশা, এইভাবেই ধীরে ধীরে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে।
শমিষ্ঠা ব্যানার্জি