আরও পড়ুন: গাছ পড়ে ক্ষতিগ্রস্ত ১৬ টি বাড়ি, আহত ৩
পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা আছে। এবার ন্যাশনাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় এর গুরুত্ব ও মর্যাদা যে আগে থেকে অনেকটাই বাড়ল তা বলার অপেক্ষায় রাখে না। এই স্বীকৃতি পাওয়ায় খুশি হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী সকলে। এই বিষয়ে হাসপাতালের সুপার সোমনাথ দাস বলেন, বিভিন্ন স্তরের কঠিন পরীক্ষার পর্ব পেরিয়ে এই স্বীকৃতি পেয়েছি আমরা। এটি আমাদের কাছে খুবই গর্বের বিষয়। এর ফলে দায়িত্ব আরও বাড়ল বলে জানিয়েছেন তিনি। আগামী দিনে আরও উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি সুপারের।
advertisement
রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বহু মুমুর্ষ রোগীর চিকিৎসা হয়। সেই হাসপাতাল এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিশেষ স্বীকৃতি পাওয়ায় খুশি জেলার মানুষ। তাঁদের আশা, আগামী দিনে এখান থেকে আরও উন্নত মানের চিকিৎসা পাওয়া যাবে।
শমিষ্ঠা ব্যানার্জি