Howrah News: গাছ পড়ে ক্ষতিগ্রস্ত ১৬ টি বাড়ি, আহত ৩
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
গাছ পড়ে হাওড়ায় ক্ষতিগ্রস্ত ১৬ টি বাড়ি, আহত তিনজন
হাওড়া: গাছ ভেঙে ক্ষতিগ্রস্থ ১৬ টি বাড়ি। আহত তিনজন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়ার সাঁকরাইলে। একটি জুটমিলের কোয়াটারের পাঁচিল ফুঁড়ে উঠেছিল বটগাছ। শিকড় আলগা হয়ে সেটাই পাশের ১৬ টি বাড়ির উপর ভেঙে পড়ে।
আরও পড়ুন: পাচারের আগে উদ্ধার বিপুল পরিমাণ কাঠ
সাঁকরাইলের বানীপুর-১ পঞ্চায়েতের পাক্কি লাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে রাজগঞ্জ ন্যাশনাল জুটমিল। তারই কোয়ার্টারের পাঁচিল ফুঁড়ে উঠেছিল বট গাছ। ধীরে ধীরে সেটা প্রকাণ্ড আকার ধারণ করে। গত কয়েকদিনের বৃষ্টিতে সেটির শিকড় আলগা হয়ে যায়। শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে ভার ধরে রাখতে না পেরে ভেঙে পড়ে। বিশাল আকার গাছটি ভেঙে পড়ার সঙ্গে ডালের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের ১৬ টি বাড়ি। দুর্ঘটনার আহত হন একাধিক ব্যক্তি। এর মধ্যে তিনজনের আঘাত গুরুতর।
advertisement
advertisement
আহতদের চিকিৎসার জন্য সাঁকরাইল ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একটি ছোট শিশুও আছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় স্থানীয়দের বাড়ির শৌচালয় থেকে শুরু করে ঘরের ছাদ ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্ধ জুট মিলের কোয়ার্টারে বসবাসকারী মানুষজন এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় প্রশাসনের কর্তারা। তাঁরা ক্ষতিগ্রস্থ পরিবারের নামের তালিকা তৈরি করছেন। প্রশাসন সাহায্য করবে বলে ক্ষতিগ্রস্তদের আশ্বাস দেওয়া হয়েছে।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2023 8:44 PM IST