এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বাংলা ভাষার পাশাপাশি কুড়মালি ভাষাতেও রবীন্দ্রসঙ্গীতের উপস্থাপনা। যা সকলেই খুব পছন্দ করেন। ২৫শে বৈশাখের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রজত নন্দা, এডিএম আদিত্য মোহন হিরানি, পুরুলিয়া জেলা পরিষদের কো মেন্টর জয় বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিয়তি মাহাত, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মাহালী, মানভূম কালচার অ্যাকাডেমির চেয়ারম্যান হংসেশ্বর মাহাত সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
advertisement
আরও পডজ়ুনঃ Rabindra Jayanti Controversy: নম নম করে রবি প্রণাম বিশ্বভারতীর! নিজের সৃষ্টিতেই অবহেলিত বিশ্বকবি
উপস্থিত বিশিষ্ট জনেরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ও কবিগুরুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করেন। উপস্থিত বক্তারা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মানব জীবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে বিস্তর আলাপ আলোচনা করেন। কবিগুরুর স্মৃতিচারণ এর মধ্যে দিয়েই পালিত হয় সমগ্র অনুষ্ঠানটি। বহু কবিপ্রেমীদের সমাগম হয়েছিল কবি প্রণামের এই অনুষ্ঠানে। সমগ্র অনুষ্ঠানকে ঘিরে সেজে উঠেছিল জেলা তথ্য ও সংস্কৃত দফতর।
পুরুলিয়া খবর | Latest Purulia News
শমিষ্ঠা ব্যানার্জি