পুরুলিয়া রামকৃষ্ণ মিশন থেকে মোট ৯৮ জন ছাত্র এ বছর মাধ্যমিক পরীক্ষা দেয়। তাদের মধ্যে ৬ জন পঞ্চম থেকে অষ্টম স্থান অধিকার করেছে রাজ্যের মধ্যে।
আরও দেখুন
পঞ্চম স্থান অর্জন করেছে অরিজিৎ মন্ডল ( পঞ্চম- ৬৮৮) ও শুভ্রজিতে দে (পঞ্চম-৬৮৮) , ষষ্ঠ স্থান অধিকার করেছে সৌম্যদীপ দাস (ষষ্ঠ-৬৮৭) ও সৌম্যদীপ নায়ক (ষষ্ঠ-৬৮৭) , সপ্তম স্থান অধিকার করেছে শুভ্রম হাজরা (সপ্তম -৬৮৬) ও অষ্টম স্থান অধিকার করেছে অর্পণ সেন বর্মন (অষ্টম-৬৮৫) ।
advertisement
আরও দেখুন –TET Scam: প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল এখনই নয়, বড় খবরের বড় ভিডিও
ছাত্রদের এই সাফল্যে খুশি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী জ্ঞানরূপানন্দ।
পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্রদের উপর প্রভু শ্রী রামকৃষ্ণের অসীম কৃপা রয়েছে তাই ছাত্রদের এহেন দুর্দান্ত রেজাল্ট বলে জানান পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজ স্বামী শিবপ্রদানন্দ।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বরাবরই দুর্দান্ত রেজাল্ট করে থাকে। এবছরও তার কোন ব্যাতিক্রম হয়নি। আবারও পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্রদের রেজাল্ট তাক লাগিয়ে দিয়েছে গোটা রাজ্যে।
Sharmistha Banerjee