এই গ্রামের মূল বৈশিষ্ট্য হল গ্রামের প্রতিটি মাটির বাড়িতে রয়েছে নিপুন হস্তশিল্পের কারুকার্য। কোনরকম প্রশিক্ষণ ছাড়াই এই গ্রামের মানুষেরা নিজ উদ্যোগে রংবেরঙের নকশা তৈরি করেন নিজেদের বাড়িতে। তাদের নিপুন হস্তশিল্পে গোটা গ্রাম যেন এক টুকরো ক্যানভাসে পরিণত হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, মূলত আদিবাসীদের উৎসব বাঁদনা বা শহরাহী পরব উপলক্ষে প্রতি বছর এইভাবে নিজেদের বাড়ির দেওয়াল চিত্রকলা ফুটিয়ে তোলেন তারা। কিন্তু পরব পার হয়ে যাওয়ার পরেও প্রতিদিন তারা নিজেদের ঘরবাড়ি ও এলাকার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করেন।এই গ্রামের মানুষেরা যত্রতত্র আবর্জনা ফেলেন না। নিত্য সাফাইয়ের মাধ্যমে গ্রামের রাস্তাঘাট একেবারে ঝাঁ চকচকে করে তুলেছেন গ্রামবাসীরা।
advertisement
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপুল অর্থ ব্যয়ের মাধ্যমে যেখানে স্বচ্ছ ভারত অভিযানে প্রচার চালাচ্ছেন, সেখানে পুরুলিয়ার জেলার এই প্রত্যন্ত গ্রামের মানুষেরা শহুরে শিক্ষিত মানুষদের পরিচ্ছন্নতার অন্যতম পাঠ পড়াচ্ছেন এ কথা বলাই যায়। তারা বছরের পর বছর কোনরকম সরকারি সহায়তা ছাড়াই নিজেদের গ্রামকে মুক্ত প্রদর্শনালয়ের মত সাজিয়ে তুলেছেন। তাই ধীরে, ধীরে পর্যটকদের কাছেও এই গ্রামটি অন্যতম পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি