জলাশয়গুলি সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিয়েছে পুরুলিয়া বিজ্ঞান মঞ্চ। শহরবাসীর জনমত সংগ্রহ করার লক্ষ্যে তারা নিয়েছে এক অভিনব কর্মসূচি। শহরের বিভিন্ন জায়গায় গণস্বাক্ষর অভিযান শুরু করেছে বিজ্ঞান মঞ্চের সদস্যরা।
আরও পড়ুন- ভয়ানক কাণ্ড! সন্তান না হওয়ায় নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী
এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে চিকিৎসক নয়ন মুখার্জি বলেন , যেভাবে শহরে হাইরাইজ বিল্ডিং নির্মাণ করার জন্য পুকুর বোজানো থেকে শুরু করে কচুরিপানায় গুরুত্বপূর্ণ জলাশয় গুলি ঢেকে গিয়েছে। তাতে আগামী দিনে শহরবাসী জন্য বড় বিপদ অপেক্ষা করছে। চরম জনসংকটে ভুগতে পারে শহরবাসী। পুরুলিয়া পৌরসভার দিকে আঙ্গুল তোলেন তিনি। বারংবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হলেও কোন সমাধান হয়নি বলেও দাবি করেন তিনি।
advertisement
আরও পড়ুন- মদ খেলেই ঘটে সাংঘাতিক কাণ্ড! পুরুলিয়ার এই গ্রামে অবাক করা রীতি, জানলে আঁতকে উঠবেন নিশ্চিত
পুরুলিয়া শহরে অবস্থিত ঐতিহ্যবাহী এই জলাশয় গুলির এহেন বেহাল অবস্থার কারণে আগামী দিনে শহরের মানুষেরা চরম বিপাকে পড়বে বলে মনে করছে বিশিষ্টজনেরা। যত দ্রুত সম্ভব এই জলাশয় গুলি সংস্কার হোক এমনটাই চাইছেন শহরবাসী।
শর্মিষ্ঠা ব্যানার্জি