TRENDING:

Purulia News: চলছে শেষ মুহূর্তের চৈত্র সেলের কেনাকাটা! কি বলছে পুরুলিয়ার মানুষ!

Last Updated:

Purulia News:  চৈত্র সেলের আনন্দে মেতেছে পুরুলিয়ার মানুষ । শেষ মুহূর্তের কেনাকাটা চলছে জোরকদমে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : রাত পেরোলেই পয়লা বৈশাখ। বাঙালির বর্ষপূর্তির প্রথম দিন। পহেলা বৈশাখেকে ঘিরে বাঙালির আবেগ উচ্ছ্বাস বরাবরই এক অন্যরকম মাত্রায় থাকতে দেখা যায়। এই পয়লা বৈশাখের আরো একটি মূল আকর্ষণ হল চৈত্র সেল। কম দামে এই সেলের বাজারে জিনিস কিনতে ভিড় জমান বহু মানুষ। শুধুমাত্র বাঙালি নয় বাঙালি থেকে অবাঙালি সকলেই ছুটে যান চৈত্র সেলের কেনাকাটি করতে। সমস্ত জায়গার পাশাপাশি পুরুলিয়াতে ও চলছে চৈত্র সেলে। একেবারেই শেষ মুহূর্তের কেনাকাটিতে ব্যস্ত পুরুলিয়াবাসি। তাদের কথায় , বাঙালির কাছে পহেলা বৈশাখ আবেগ তাই জমিয়ে কেনাকাটি করছে তারা। অনেক নতুনত্ব জামা কাপড় বাজারে এসেছে। অনেক কিছুই কিনছেন তারা।
advertisement

এদিকে ব্যবসায়ীদের একাংশের মতে করোনা পরিস্থিতির পর থেকেই সেলের বাজার আর আগের মত হয় না। মানুষ এখন আগের মত আর কেনাকাটি করে না। তাই এ বছর তাদের ব্যবসাও খুব একটা ভাল হয়নি।

আরও পড়ুন: পরিচারিকার সঙ্গে একা ছিলেন বিশেষভাবে সক্ষম মহিলা! সিসিটিভি ফুটেজে যা ধরা পড়ল, দেখলে চমকে যাবেন!

advertisement

কথা আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই ১৩ পার্বণের মতোই এক অন্যতম উৎসব হলো পহেলা বৈশাখ পহেলা বৈশাখের দিন নতুন জামা কাপড় পড়ে মন্দিরে পুজো দিতে যান অনেকেই। ব্যবসায়ীরা যান হালখাতা পুজো করতে। ‌তাই নতুন জামা কাপড় কেনা মাস্ট। আর সেই জন্যই প্রতিটি বাজারে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। চৈত্র ছেলের শেষ মুহূর্তে কেনাকাটিতে মেতেছে আপামোর পুরুলিয়াবাসী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: চলছে শেষ মুহূর্তের চৈত্র সেলের কেনাকাটা! কি বলছে পুরুলিয়ার মানুষ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল