এদিকে ব্যবসায়ীদের একাংশের মতে করোনা পরিস্থিতির পর থেকেই সেলের বাজার আর আগের মত হয় না। মানুষ এখন আগের মত আর কেনাকাটি করে না। তাই এ বছর তাদের ব্যবসাও খুব একটা ভাল হয়নি।
আরও পড়ুন: পরিচারিকার সঙ্গে একা ছিলেন বিশেষভাবে সক্ষম মহিলা! সিসিটিভি ফুটেজে যা ধরা পড়ল, দেখলে চমকে যাবেন!
advertisement
কথা আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই ১৩ পার্বণের মতোই এক অন্যতম উৎসব হলো পহেলা বৈশাখ পহেলা বৈশাখের দিন নতুন জামা কাপড় পড়ে মন্দিরে পুজো দিতে যান অনেকেই। ব্যবসায়ীরা যান হালখাতা পুজো করতে। তাই নতুন জামা কাপড় কেনা মাস্ট। আর সেই জন্যই প্রতিটি বাজারে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। চৈত্র ছেলের শেষ মুহূর্তে কেনাকাটিতে মেতেছে আপামোর পুরুলিয়াবাসী।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2023 11:06 PM IST